Akhilesh Yadav (Photo Credit: Twitter)

দিল্লি, ৪ ফেব্রুয়ারি: মহাকুম্ভে (Maha Kumbh 2025) পদপিষ্টের ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে,সেই তথ্য লুকোচ্ছে সরকার। এবার এমনই অভিযোগ করলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সমাজবাদী পার্টির নেতা বলেন, মহাকুম্ভে প্রশাসনের যে আধিকারিকরা ছিলেন সবকিছু দেখাশোনার জন্য, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। কীভাবে মহাকুম্ভে স্নান করতে গিয়ে মানুষের মৃত্যু হল, সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলেন অখিলেশ। সেই সঙ্গে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে সঠিক তথ্য সরকার প্রকাশ করুক বলেও দাবি করেন অখিলেশ যাদব। এসবের পাশাপাশি পদপিষ্টের ঘটনার পর জেসিবি মেশিন দিয়ে মহাকুম্ভ থেকে মানুষের মৃতদেহ তুলে সরিয়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন অখিলেশ।

আরও পড়ুন:  Maha Kumbh 2025: মহাকুম্ভে পদপিষ্টদের মৃতদেহ 'নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে', অভিযোগ জয়া বচ্চনের

অখিলেশের কথায়, মহাকুম্ভে মানুষ হাজির হন পূণ্য করতে। অথচ পূণ্য করতে হাজির হয়ে, প্রিয়জনের শব নিয়ে অনেককে ফিরতে হয়েছে বলেও যোগী (Yogi Adityanath) সরকারের বিরুদ্ধে অখিলেশ যাদবকে তোপ দাগতে দেখা যায়। এমনকী মানুষের মৃতদেহ যখন মাটিতে পড়ে রয়েছে, সরকার তখন অন্য পূণ্যার্থীদের উপর আকাশে উড়ন্ত হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করে বলেও  কটাক্ষ অখিলেশের। এটা কোন ধরনের সনাতন ধর্ম পালন বলেও প্রশ্ন তোলেন অখিলেশ যাদব।

গত সপ্তাহে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার রাত ১টা থেকে ১টোর মধ্যে  ব্রক্ষ্ম মূহূর্ত পড়ে। ওই সময় কয়েক লক্ষ পূণ্যার্থী সঙ্গমে হাজির হলে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে যায়। যার জেরে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়।