আগামীকাল ৫ ফেব্রুয়ারি ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান সুপারজায়ান্ট। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। সমর্থকদের প্রশ্ন বুধবারই কি পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচে সবুজ-মেরুন শিবির প্লে অফে পৌঁছতে পারবে? পয়েন্ট টেবিল বলছে প্লে অফের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে মোহনবাগান। বর্তমানে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে গতবারের শিল্ডজয়ীরা। কেরালা ব্লাস্টার্স, ইস্টবেঙ্গল, চেন্নাইয়িন, হায়দরাবাদ এবং মহমেডানের পক্ষে তাদের সমান বা বেশি পয়েন্ট পাওয়া সম্ভব নয়।
মোহনবাগানের প্রয়োজন শুধু ওডিশা এবং পাঞ্জাবের বিরুদ্ধে জয়। কারণ, এই দুই দলই আপাতত সেরা ছয়ের বাইরে থাকা দু'টি দল, যাদের মোহনবাগানকে ছোঁয়ার উপায় আছে।যে শর্তগুলির মধ্যে যে কোনও একটি পূরণ হলে প্লে-অফে পৌঁছে যাবে মোহনবাগান।গতকাল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ড্র করে ওড়িশা ১৮ ম্যাচে ২৫ পয়েন্টে পৌঁছে গেছে এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হতে পারে ৪৩, যা মোহনবাগানের বর্তমান ৪৩ পয়েন্টের সমান। অন্য দিকে পাঞ্জাব বর্তমানে ১৭ ম্যাচে ২৩ পয়েন্টে এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট ৪৪। যদি তারা মোহনবাগানের বিরুদ্ধে জিততে না পেরে ড্র করে তবে তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে ৪২ বা হারলে হবে ৪১, যা মোহনবাগানের বর্তমান ৪৩ পয়েন্টের চেয়ে কম। আর পাঞ্জাব যদি মোহনবাগানকে হারাতে না পারে, তাহলে তারা হিসাবের বাইরে চলে যাবে। এই অবস্থায়, শুধু ড্র করলেই মোহনবাগান ৪৪ পয়েন্টে পৌঁছে যাবে এবং প্লে-অফে যোগ্যতা নিশ্চিত করবে অথবা পাঞ্জাবকে হারালে সবুজ-মেরুনের পয়েন্ট হবে ৪৬, যা প্লে-অফের যোগ্যতা নিশ্চিত করবে।
মোহনবাগানের সমীকরণ কি বলছে? লিগশিল্ড জয় থেকে কত দূরে?
শিল্ড জয়ের জন্য সবুজ-মেরুন বাহিনীর প্রয়োজন ১০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুরের সংগ্রহ যেহেতু ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট এবং বাকি ছ'ম্যাচ থেকে যেহেতু তারা সর্বোচ্চ ১৮ পয়েন্ট অর্থাৎ মোট ৫২ পয়েন্ট পেতে পারে, তাই ম্যাকলারেন-কামিন্সরা ৫৩ পয়েন্টে পৌঁছলেই চলতি মরশুমে শিল্ড নিজেদের কাছে রেখে দিতে পারবে।
.@mohunbagansg remain at the 🔝, @JamshedpurFC climb to 2️⃣, while the fight for 4th to 6th is getting tighter! ⚔#ISL #LetsFootball | @JioCinema @StarSportsIndia @eastbengal_fc @HydFCOfficial @MohammedanSC pic.twitter.com/C2umuuyJL6
— Indian Super League (@IndSuperLeague) February 3, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)