Hema Malini Remark On MahbKumbh Stampede Sparks Row (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ৪ ফেব্রুয়ারিঃ মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে পদপিষ্ট (Maha Kumbh Stampede) হয়ে মারা গিয়েছিলেন কমপক্ষে ৩০ জন পুণ্যার্থী। এছাড়া আহত হন বহু। নিখোঁজ অনেকে। মৌনী অমাবস্যার 'অমৃত স্নানেই' ঘনিয়ে এসেছিল বিপদ। বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়েছে প্রয়াগরাজে (Prayagraj)। সেখানে এমন প্রশাসনিক গাফিলতির ঘটনায় বিরোধীদের তীব্র সমালোচনার মুখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ (Uttar Presesh) পুলিশের উপর ভরসা হারিয়ে মহাকুম্ভ এলাকায় কেন্দ্রীয় সেনাবাহিনী মোতায়েনের দাবিও জানায় বিরোধীরা। তবে ধোপে টেকেনই বিরোধীদের দাবি। এবার মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘিরে একটি 'অসংবেদনশীল' মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ তথা প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini)। সাংসদের কথায়, ২৯ জানুয়ারী মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্ট হওয়া কোন 'বড়' ঘটনা নয়'।

'অসংবেদনশীল' মন্তব্য হেমারঃ

২৯ জানুয়ারী মৌনী অমাবস্যায় মহাকুম্ভে 'অমৃত স্নান' সেরেছেন খোদ অভিনেত্রীও। কুম্ভের ব্যবস্থাপনা ঘিরে উত্তরপ্রদেশ সরকারের প্রশংসায় মুখোরিত সাংসদ বললেন, বিরোধীরা ঘটনাটিকে অতিরঞ্জিত করে দেখাচ্ছে।

মহাকুম্ভে পদপিষ্টের (MahaKumbh Stampede) ঘটনাকে যোগী সরকারের 'ব্যর্থতা' বলে মন্তব্য করে সংসদে বিজেপি সরকারকে লাগাতার কাঠগড়ায় তুলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ। এই প্রসঙ্গে সাংসদ হেমা মালিনীর মত জানতে চাওয়া হলে তিনি বলেন, 'তাঁর কাজই হল ভুলভাল কথা বলা। আমরা নিজে কুম্ভে গিয়েছিলাম। খুব সুন্দর স্নান করেছি। পদপিষ্টের ঘটনাটি ঘটেছে ঠিকই, কিন্তু এটি খুব বড় ঘটনা ছিল না'।

সাংসদের আরও সংযোজন, 'এই ঘটনাকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। কুম্ভমেলা খুব ভালোভাবে পরিচালিত হচ্ছে। সবকিছুই খুব ভালোভাবে সম্পন্ন হচ্ছে। নিত্য এত ভক্ত আসছেন সেখানে। এটি পরিচালনা করা খুবই কঠিন কিন্তু আমরা আমাদের সেরাটা দিয়ে কাজ করছি'।