সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর কেটে গিয়েছে এক মাস। পুলিশের তদন্তে বারবার জেরার মুখে পড়েছেন অভিনেত্রী-মডেল এবং সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। এতদিন নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে রেখেছিলেন রিয়া (Rhea Chakraborty)। অবশেষে অভিনেতার মৃত্যুর একমাস পর কলম তুললেন তিনি। সুশান্তকে নিয়ে লিখলেন লম্বা একটি পোস্ট।
রিয়া সুশান্তের সঙ্গে কাটানো কিছু ভাল মুহূর্তের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। এখনও সুশান্তকে যে তিনি ভুলতে পারেননি সেটি স্পষ্ট তাঁর ইনস্টাগ্রাম পোস্টে। সুশান্তের জন্য ভালবাসায় বিশ্বাস এবং ভরসা করতে শুরু করেছিলেন রিয়া। ভালবাসার সমীকরণ রিয়ার সুশান্তের থেকেই শেখা। তবে সুশান্তের পছন্দ ছিল মহাকাশ-তারা-চাঁদ। সুশান্তের ঘরে ছিল একটা পেল্লায় টেলিস্কোপও। সেকথা মাথায় রেখেই রিয়া বলেন, "তুমি এখন অনেক শান্তির দেশে রয়েছ! যেখানে চাঁদ, তারা রয়েছে।"
সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা' মুক্তি পেতে চলেছে ২৪ জুলাই। Disney+ Hotstar-এ মুক্তি পাবে ছবিটি, 'দিল বেচারা'-য় সুশান্ত সিং-কে শেষবারের মত নতুন রূপে দেখতে অপেক্ষায় সুশান্ত-প্রেমীরা।