Donald Trump with Chinese counterpart Xi Jinping (Photo Credit: X)

নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পণ্যের উপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের তীব্র নিন্দা জানিয়ে চিন (China)। আমেরিকার নতুন শুল্ক ঘোষণায় বিশ্বজুড়ে অস্থিরতা শুরু হয়েছে। সমালোচনায় মুখর গোটা বিশ্ব।

আমেরিকার শুল্ক (US Tariffs) আরোপের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছে চিন। এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা চিনা পণ্যের উপর মোট নতুন শুল্ক ১০৪ শতাংশে পৌঁছতে পারে, যা বাণিজ্য যুদ্ধকে আরও বাড়িয়ে তুলবে। মঙ্গলবার চিনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার পথে চলতে জেদ ধরে, তবে চীন শেষ পর্যন্ত লড়াই করবে।

চিনের সরকার আমারিকার শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে নিজেদেরকে বিরোধী শক্তি হিসেবে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে। বেইজিং স্পষ্ট করে জানিয়েছেন, যে তাঁরা বাণিজ্য যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত।

আরও পড়ুন: Bangladesh Protest Against Brutalities in Gaza: গাজায় গণহত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে বাংলাদেশ, মার্কিন পন্য বর্জনে KFC ভাঙচুর, বিক্ষোভকারীদের জনজোয়ার

মঙ্গলবার ট্রাম্প বলেছেন যে, বেইজিং যদি গত সপ্তাহে মার্কিন পণ্যের উপর আরোপিত ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে বুধবার থেকে তিনি চিন থেকে মার্কিন আমদানির উপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন।