ভাইরাল রিলস (ছবিঃX)

নয়াদিল্লিঃ রিলসের (Reels) নেশায় বুঁদ বর্তমান প্রজন্ম (Generations)। রিলস ভিডিয়ো বানানোত চক্করে জীবন বাজি রাখতেও বিন্দুমাত্র চিন্তা করে না তাঁরা। আর এবার ফের ভাইরাল (Viral Reels) এই ধরনের আরও একটি ঘটনা। রিলস বানাতে গিয়ে রেললাইনে শুয়ে পড়লেন যুবক। শরীরের উপর দিয়ে চলে গেল ট্রেন। তবে সম্পূর্ণ অক্ষত রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল তাঁর বানানো রিলসটি। তবে সেই রিলসটি ভাইরাল হতই বিপাকে পড়েছেন যুবক। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

রিলসের নেশায় রেললাইনে শুয়ে পড়ল যুবক, ভাইরাল ভিডিয়ো

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওতে। ভাইরাল রিলসের ওই যুবকের নাম রঞ্জির চৌরাসিয়া। হাতে মোবাইল ফোন নিয়ে রেল লাইনে শুয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ভিউজ পায় তাঁর রিলস। তবে দেহের উপর দিয়ে ট্রেন চলে গিয়ে কীভাবে সম্পূর্ণ অক্ষত রয়েছেন তিনি তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন নেটিজেনদের একাংশ। ইতিমধ্যেও ওই যুবককে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। উল্লেখ্য, 'ঘর কা কালেশ' নামক একটি পেজ থেকে সামাজিক মাধ্যম এক্সে এই রিলস ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।

রিলসের চক্করে চলন্ত ট্রেনের তলায় শুয়ে পড়ল যুবক, কী হল তারপর? ভাইরাল ভিডিয়ো