নয়াদিল্লিঃ পারিবারিক বচসার জের। বাবাকে (Father) কুপিয়ে (Stabbed) খুন (Murder) করল মদ্যপ ছেলে। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai)বান্দ্রা (Bandra)পূর্বের বাল্মিকি নগরে। মৃত ব্যক্তির নাম রাজু মুঙ্গোদা। বয়স ৬৫। পরিবার নিয়ে ওই এলাকাতেই থাকতেন তিনি। জানা গিয়েছে, ছেলে নার্সিং মুঙ্গোদা তাঁকে খুন করে। ঘটনাটি ঘটে গত ৬ এপ্রিল। এদিন বাড়িতে বসে মদ্যপান করছিল নার্সিং ও তার স্ত্রী। এমন সময় কোনও একটি বিষয় নিয়ে বাবার সঙ্গে বচসায় জড়ায় নার্সিং। বচসা চরমে পৌঁছলে বাবার বুকে ছুরি দিয়ে আঘাত করে ছেলে। বুকে এলোপাথারি কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ৬৫ বছরের বৃদ্ধ।
আরও পড়ুনঃ পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, ১ বছর পর আবর্জনার স্তূপ থেকে উদ্ধার দেহ
এরপর ননদ প্রীতি দুলগাজকে গোটা ঘটনা জানান ধৃত নার্সিংয়ের স্ত্রী। এরপর প্রীতিই বাবাকে নিয়ে হাসপাতালে ছোটেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
বাবাকে কুপিয়ে খুন করল মদ্যপ ছেলে
বাড়ি থেকে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় নার্সিং। তাকে ধরে ফেলে পুলিশ। জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থায় হাউস কিপিংয়ের কাজ করত সে। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সোমবার কোর্টে পেশ করা হয় তাকে। আপাতত আগামী ৯ এপ্রিল পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে কোর্ট।
স্ত্রীর সঙ্গে বসে মদ্যপান, বাধা দিতেই বাবাকে কুপিয়ে খুন ছেলের
Mumbai Shocker: Man Stabs Father to Death With Kitchen Knife During Heated Argument in BKC, Arrestedhttps://t.co/6xyB3zEFbz#Murder #Stabbing #ValmikiNagar #BKC #Bandra #MumbaiPolice #Mumbai
— LatestLY (@latestly) April 8, 2025