নয়াদিল্লিঃ আজকাল কমবেশি স্বাস্থ্য (Health) সচেতন অনেকেই। আর সুস্থ জীবনযাত্রার মূল চাবিকাঠিই হল মেপে খাওয়া। স্বাস্থ্যকর জীবনযাপন করতে গেলে সবার আগেই ডায়েটে (Diet)নজর দেওয়া প্রয়োজন। কী খেতে হবে (Food) এবং কতটা পরিমাণে খেতে হবে তা নিয়ে সচেতন থাকেন অনেকেই। এবার তাঁদের কথা ভেবেই বিয়েবাড়ির (Wedding) মেনু কার্ডে (Menu Card) বিশেষ চমক। পদের পাশে দেওয়া সেই খাবারের ক্যালোরির পরিমাণ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই নতুন ভাবনার মেনু কার্ড। আজকাল অনেক রেস্তোরাঁতেই এই নিয়ম চালু হয়েছে। পদের পাশে দামের সঙ্গে সঙ্গে উল্লেখ থাকে খাবারে উপস্থিত ক্যালোরির পরিমাণ। তবে বিয়েবাড়িতে এই ভাবনা সম্ভবত নতুন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিয়েবাড়ির মেনু কার্ড
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের কোনও এক বিয়েবাড়িতে এই মেনু কার্ডের ব্যবস্থা করা হয়। একজন রেডিট ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায়া এই মেনু কার্ডের একটি ছবি আপলোড করেন। সেখান থেকেই ভাইরাল হয় এই ছবি। এই অভিনব ভাবনার প্রশংসা করছেন অনেকেই। ভাইরাল মেনু কার্ডের শুরুতেই লেখা, "চ্যারিটি হলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজ ভালবাসালে উদযাপন করছি। এছাড়া আমাদের কোনও লক্ষ্য নেই। অনুগ্রহ করে স্বাচ্ছ্যন্দমতো পার্টি উপভোগ করুন। খাবার-দাবারের স্বাদ নিন। তবে অনুরোধ খাবার নষ্ট করবেন না।" এই বিশেষ মেনু কার্ডের নাম দেওয়া হয়েছে 'ক্যালোরি মেমো।'
খাবারের পাশে উল্লেখ ক্যালোরির পরিমাণ, ভাইরাল বিয়ের অভিনব মেনু কার্ড
Unique Wedding Menu Lists Calorie Count Of Dishes, Internet Users Praise Creativityhttps://t.co/k6leimL1oW pic.twitter.com/k65GyW3B9P
— NDTV (@ndtv) April 8, 2025