মুম্বই, ২০ ডিসেম্বর: বিয়ের এক বছরের মধ্যেই এবার বিচ্ছেদের পথে মোহিত রায়না (Mohit Raina)? টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা 'দেবো কে দেব-মহাদেব' খ্যাত মোহিত রায়নার বিচ্ছেেদর জল্পনায় জোর শোরগোল শুরু হয়েছে। স্ত্রী অদিতি শর্মার সঙ্গে যত বিয়ের ছবি ছিল, ইনস্টাগ্রাম (Instagram) থেকে সেই সব স্মৃতি মুছে ফেলেন মোহিত। তারপর থেকেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতার বিচ্ছেদের খবর নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। প্রসঙ্গত ২০২২ সালের ১ জানুয়ারি অদিতি শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মোহিত রায়না। বিয়ে থেকে প্রথম হোলির ছবি, অদিতির সঙ্গে কাটানের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মোহিত। সেই সব ছবি কেন মোহিত রায়না আচমকা মুছে ফেলেন, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন।
আরও পড়ুন: Dhanush-Aishwaryaa: ধনুষের সঙ্গে রজনী-কন্যা ঐশ্বর্যার বিচ্ছেদের কারণ কী, মুখ খুললেন অভিনেতার বাবা
View this post on Instagram
বিয়ের পর গত জুন মাস থেকে অদিত শর্মার সঙ্গে আর কোনও ছবি শেয়ার করেননি মোহিত রায়না। পাশাপাশি স্ত্রীর সঙ্গে যত ছবি ছিল, তাও এবার মুছে ফেলেন অভিনেতা। ওই ঘটনার পর থেকেই শুরু হয় গুঞ্জন।