বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া

মুম্বই, ৩ এপ্রিল: বলিউড (Bollywood) অভিনেতা তারিক শাহের মৃত্যুতে শোকের ছায়া নেমে এল বলিউডে। শনিবার মুম্বইতে নিজের বাড়িতে মৃত্যু হয় বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার। বেশ কয়েক বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তারিক শাহ।

জনম কুণ্ডলি, ঘর এক মন্দির, কুলি, আর অউর শোলা, জুদায়ির মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন তারিক (Tariq Shah)। সিনেমার পাশাপাশি কড়ওয়া সাচ-সহ একাধিক জনপ্রিয় শোয়ে তারিক শাহের উপস্থিতি দর্শকদের মন কেড়ে নেয়।

আরও পড়ুন : Aditya Narayan : করোনায় আক্রান্ত আদিত্য নারায়ণ, কোভিডের থাবা গায়কের স্ত্রীর শরীরেও

শনিবার বিকেলে মুম্বইয়ের (Mumbai) ইয়ারি রোডে তারিক শাহের শেষকৃত্য সম্পন্ন হয়। তারিক শাহের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী সোমা আনন্দ এবং মেয়ে সারা। তারিক শাহের মৃত্যুর খবরে বলিউড তারকারা শোক প্রকাশ করেন। এই কঠিন সময়ে প্রয়াত অভিনেতার কাছের মানুষরা যাতে মন শক্ত করে থাকেন, সেই আবেদনও জানানো হয় তারকাদের তরফে।