আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আগামীকাল অর্থাৎ শনিবার রায় দেবে শিয়ালদহ আদালত। আর আদালতের এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন অনেকে। এমনকী নির্যাতিতার পরিবার, আন্দোলনকারী চিকিৎসকদের কাছেও এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে কী সাজা ঘোষণা করবে সেই দিকেই তাকিয়ে সকলে। তবে অভয়ার পরিবারের প্রথম থেকেই দাবি এই ঘটনায় শুধু সঞ্জয় নয়, আরও অনেকে জড়িত রয়েছে। এবং সিবিআইয়ের তদন্তে তাঁরা একেবারেই সন্তুষ্ট নন। যদিও তাঁদের এই দাবি যে একেবারেই অমূলক নয়, এমনটাই মত তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh)।
বিভ্রান্ত হয়েছেন নির্যাতিতার পরিবার
শুক্রবার কুণাল সাংবাদিক সম্মেলনে বলেন, অভয়ার বাবা-মাকে পূর্ণ সমবেদনা জানিয়ে বলছি, এই ঘটনার পর থেকেই তাঁদের কিছু রাজনৈতিক শকুনের কথায় তাঁদের বারবার বিভ্রান্ত হওয়ার জন্য বোধহয় আরও বেশি করে কষ্ট পাচ্ছেন। তাঁদের তো আইনজীবীরা ছিলেন, তথ্যপ্রমাণ দিয়ে লড়েছেন। আপনারাই তো বলেছিলেন কলকাতা পুলিশ নয়, সিবিআইকে দিয়ে তদন্ত করাবেন।
দেখুন ভিডিয়ো
কলকাতা পুলিশেই ভরসা কুণালের
কুণাল আরও বলেন, সেই অনুযায়ী সিবিআই তদন্ত করেছে। এখানে ট্রায়াল চলছে, সুপ্রিম কোর্ট তো মনিটর করছে। আপনাদের যা যা সন্দেহ, প্রশ্ন সেগুলি তো আদালতে দিয়েছেন। যে যা কমেন্ট করছে সেই নিয়ে আপনারা পড়ে রয়েছেন। এই কেস যদি কলকাতা পুলিশের হাতে থাকত তাহলে আরও দ্রুত তদন্ত হত এবং দোষী আরও আগেই সাজা পেত।