মুম্বই, ১৭ জানুয়ারিঃ নবাবের উপর হামলার খবর চাওর হতেই দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছিলেন ভক্তরা। তবে সইফ অনুরাগীদের জন্যে সুখবর। অভিনেতাকে আইসিইউ (ICU) থেকে সাধারক কক্ষে স্থানান্তরিত করা হয়েছে। লীলাবতী হাসপাতালের নিউরোসার্জন ডাঃ নিতিন এন.দাঙ্গে জানান, শুক্রবার সকালে সইফকে আইসিইউ থেকে বের করা হয়েছে। অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক এও জানান, বিপদের ঘড়ি কেটে গিয়েছে। তিনি এখন ভালো আছেন। তবে আঘাত গুরতর হওয়ার কারণে এই মুহূর্তে পরিবার ছাড়া বাইরের কাউকে তাঁর কক্ষে প্রবেশ করতে দেওয়ার হচ্ছে না।
এদিন সাংবাদিকদের চিকিৎসক দাঙ্গে জানান, মেরুদণ্ডের কাছে চোট লাগায় সংক্রমণের সম্ভাবনা এড়াতে এই মুহূর্তে অভিনেতাকে সম্পূর্ণ বিছানায় বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। তবে সাইফ আলি খান এখন ভালো আছেন। তাঁর সমস্ত ক্ষত এবং আঘাত থেকে বিপদ কেটে গিয়েছে। শীঘ্রই আবার আগের মত হাঁটাচলা করতে পারবেন তারকা। পক্ষাঘাত হওয়ার কোন সম্ভাবনাই নেই, আশ্বস্ত করেছেন চিকিৎসক।
বিপদ কেটেছে সইফের...
#WATCH | Saif Ali Khan Attack Case | Dr Nitin Dange, Chief Neurosurgeon Lilavati Hospital Mumbai says, "There were two injuries on his hand and one was in the neck which has been cured by plastic surgery...I have operated the spine and taken out the sharp object in the… pic.twitter.com/sT2V5nsIcN
— ANI (@ANI) January 17, 2025
বুধবার গভীর রাতে সইফ আলি খানের (Saif Ali Khan Attacked) বাড়ির প্রহরি টোপকে সোজা অন্দরে প্রবেশ করেন এক দুষ্কৃতী। সইফ করিনার বাড়ির এক কর্মচারির দাবি, অভিযুক্ত ব্যক্তি তারকার একরত্তি ছেলে জেহের ঘরের সামনে দাঁড়িয়ে ছিল। ১ কোটি টাকা দাবি করেছিল সে। ছেলের বিপদের আশঙ্কা করে দুষ্কৃতীর উপর ঝাঁপিয়ে পড়েন সইফ। ধ্বস্তাধস্তির সময়ে ধারালো অস্ত্র দিয়ে অভিনেতার উপর পরপর ছয় বার কোপ বসায় অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় তারকাকে নিয়ে আসা হয় লীলাবতী হাসপাতালে। আইসিইউতে রেখে চলে চিকিৎসা। হয় অস্ত্রপচার। ঘটনার ৩২ ঘণ্টা পর শুক্রবার সকালে মুম্বই পুলিশের (Mumbai Police) হাতে ধরা পড়ে হামলাকারী। এদিনই আইসিইউ থেকে বের করা হয়েছে তারকাকে।