ভারত-চিন সীমান্ত এলাকায় তথ্য সরবরাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্মার্টফোন হ্যাক করে গোপন তথ্য পড়শি দেশ অনায়াসেই সংগ্রহ করে নিতে পারে। আর এই কারণে সমস্যার কারণে ভারতীয় সেনাদের (Indian Army) গোপন প্ল্যান ফাঁস হতে পারে শত্রুপক্ষের কাছে। সেই কারণেই যাতে তথ্য আদানপ্রদান আরও সুরক্ষিত করা যায়, সেই কারণে ভারতীয় সেনার হাতে দেওয়া হচ্ছে বিশেষ স্মার্টফোন। যার নাম 'সম্ভব' স্মার্টফোন (Sambhav Smart Phone) গত বছরের অক্টোবর মাস থেকেই এই নিয়ে গোপনে পাইলট প্রজেক্ট শুরু করে দিয়েছিল সেনা কর্তারা। অবশেষে চলতি বছর থেকেই সেনাদের হাতে সরকারিভাবে তুলে দেওয়া হচ্ছে এই স্মার্টফোন। ইতিমধ্যেই প্রায় ৩০ হাজার জওয়ানের হাতে দেওয়া হয়েছে ফোনগুলি।

স্মার্টফোনে থাকবে না হোয়াটসঅ্যাপ

শুক্রবার এই সংক্রান্ত ঘোষণা করেন আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Army chief Gen Upendra Dwivedi)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জিও বা এয়ারটেলের মতো টেলিকম সংস্থার মাধ্যমে যোগাযোগ করা হবে। যদিও এই বিশেষ ফোনে হোয়াটসঅ্যাপের মতো কোনও অ্যাপ থাকবে না। তবে যোগাযোগ ও নথিপত্র আদানপ্রদানের জন্য এম-সিগমা নামে একটি অ্যাপ থাকবে। সেই অ্যাপের মাধ্যমে যেকোনও বড় সাইজের ফাইল সহজেই পাঠানো যাবে। তবে নথি আদানপ্রদান বা জওয়ানরা একে অপরের সঙ্গে যোগাযোগ ছাড়া আর কোনও কাজ করা যাবে না বলেই জানা গিয়েছে।

চিনের আগ্রাসন নীতি

প্রসঙ্গত, বিগত কয়েকবছরে সীমান্ত এলাকা নিয়ে ভারত ও চিন দুই দেশের সেনাই একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। চিনের আগ্রাসন নীতির বিরোধীতা প্রথম থেকেই করে আসছে ভারত। বিগত কয়েক বছকে একাধিকবার দুই দেশের সেনা প্রধান মধ্যস্থতার করতে আলোচনায় বসেছে। তবে এবার যোগাযোগ ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে কড়া পদক্ষেপ নিল ভারত।