মুম্বই, ১৭ জানুয়ারি: সইফ আলি খানের (Saif Ali Khan Attacked) উপর হামলার ঘটনায় এবার নয়া তথ্য সামনে আসছে। রিপোর্টে প্রকাশ, মুম্বই পুলিশের তদন্তে উঠে এসেছে, শাহরুখের (Shah Rukh Khan) মন্নত নজরে ছিল হামলাকারীর। গত ১৪ জানুয়ারি মন্নতের কাছে সন্দেহজনক কিছু গতিবিধি চোখে পড়ে। মন্নত থেকে অনতিদূরে সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে। পুলিশ সূত্রে এমন খবর মেলে। মন্নতের অনতিদূরে যে সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে,তার সঙ্গে সইফের উপর হামলার যোগ থাকতে পারে। মন্নতে যে কড়া নিরাপত্তার মোড়ক ছিল, তা ভেদ করে কোনও অপরিচিত সেখানে প্রবেশ করতে পারেনি। মন্নতে প্রবেশ করতে না পেরেই শেষে নিরাপত্তার ফাঁক গলে ব্যান্দ্রায় সইফ-করিনার ফ্ল্যাটে প্রবেশ করে, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে পুলিশ মন্নতে হাজির হয়ে খোঁজ খবর করে। শাহরুখের বাড়িতে প্রবেশ করতে না পেরেই ওই হামলাকারী সইফের ফ্ল্যাটে প্রবেশ করে বলে প্রাথমিকভাবে খবর মিলছে।
দেখুন কী বলা হচ্ছে হামলা নিয়ে...
View this post on Instagram
আরও পড়ুন: Saif Ali Khan Stabbed: হাসপাতালে শয্য়ায় সইফ, লীলাবতী হাসপাতালে ছুটে গেলেন মা শর্মিলা ঠাকুর
প্রসঙ্গত বুধবার মাাঝ রাতে সইফ-করিনার (Kareena Kapoor Khan) ব্যান্দ্রার বাড়িতে হামলা চালায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তারকা দম্পতির ফ্ল্যাটে প্রবেশ করে, ১ কোটি টাকা দাবি করা হয়। বুধবার রাত আড়াইটে নাগাদ সইফ আলি খানের ঘরের ভিতরে ঢুকে পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এরপর সইফের সঙ্গে হাতাহাতিতে অভিনেতার শরীরে একাধিক জায়গায় পরপর ৬বার কোপ বসায় দুষ্কৃতী।
রক্তাক্ত অবস্থায় সইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সইফের পরপর দুবার অস্ত্রোপচার হয়। বর্তমানে সইফ বিপদ মুক্ত বলে হাসপাতালের চিকিৎসকরা জানান।