সানফ্রান্সিসকো: তাদের স্বল্প সময়ের ভিডিয়ো প্ল্যাটফর্ম (short-video platform) শর্টস (Shorts)-এ নতুন ধরনের শপিং ফিচার (new shopping features) নিয়ে আসতে চলেছে ইউটিউব কর্তৃপক্ষ (YouTube Company)। টেকক্রান্চ (TechCrunch) নামে একটি সংস্থার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা (users) যখন শর্টস ব্যবহার করবেন তখন নতুন ধরনের এই শপিং ফিচারের মাধ্যমে তাঁরা বিভিন্ন পণ্য কেনারও (buy products) সুযোগ পাবেন।
ওই সংস্থার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আরও জানা গেছে, বর্তমানে আমেরিকাতে (USA) পরীক্ষামূলকভাবে (pilot) যোগ্য ভিডিয়ো ক্রিয়েটারদের (eligible creators) স্বল্প সময়ের ভিডিয়ো প্ল্যাটফর্মে এই ধরনের শপিং ফিচারগুলো চালু করেছে ইউটিউব কর্তৃপক্ষ। যেখানে ওই ক্রিয়েটাররা নিজেদের স্টোর থেকে পণ্যগুলিকে ট্যাগ করার সুবিধা পাচ্ছেন। তবে আমেরিকা, ভারত, ব্রাজিল, কানাডা ও অস্ট্রেলিয়ার ব্যবহারকারীরা খুব তাড়াতাড়ি শর্টসের মাধ্যমে ট্যাগগুলো দেখতে পাবেন এবং পণ্য কিনতে পারবেন।
এপ্রসঙ্গে ইউটিউবের এক মুখপাত্রের কথায়, আমরা বিশ্বাস করি ইউটিউব হল ক্রিয়েটারদের জন্য সবথেকে ভালো মঞ্চ বা প্ল্যাটফর্ম (best place) যেখানে তাঁরা ব্যবসা (business) ও শপিং (shopping) খুব সহজে করতে পারবে। কোম্পানির পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে আরও ক্রিয়েটার ও দেশকে শর্টসের এই নতুন শপিং ফিচারের সঙ্গে সংযুক্ত করার। বর্তমানে বিষয়টি সবে শুরু করা হয়েছে। তবে এর ফলে ক্রিয়েটাররা নিজেদের তৈরি এমনি ও স্বল্পসময়ের ভিডিয়োরও মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন করে কমিশনও পাচ্ছেন। আগামী বছর যার সংখ্যা আরও বাড়বে।
#YouTube has started testing new shopping features on its short-video platform Shorts, along with affiliate marketing.@YouTube pic.twitter.com/pz5Xm37p7j
— IANS (@ians_india) November 16, 2022