ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথ গ্রহণ অনুষ্ঠানে এস জয়শঙ্করকে (S Jaishankar) দর্শকাসনের প্রথম সারি থেকে সরে যেতে বলা হয়? সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। যেখানে ভারতের বিদেশমন্ত্রীর কাছে এক মার্কিন মহিলা যান এবং হাত দেখিয়ে কিছু বলতে শুরু করেন। যা দেখে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে দাবি করেন, ভারতীয় বিদেশমন্ত্রীকে দর্শকাসনের প্রথম সারি থেকে সরে যেতে বলা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হলে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়। তবে যে দাবি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে জয়শঙ্করকে নিয়ে করা হয়,তা একেবারে মিথ্যে। ভাল করে ওই ভিডিয়োটি দেখলে বোঝা যাচ্ছে, ওই মহিলা জয়শঙ্করের সামনে থাকা এক ছবি শিকারীকে সেখান থেকে সরে যেতে বলেন। দর্শকাসনের সামনে থেকে ছবি না তুলে, তিনি যেন পিছনে গিয়ে ছবি তোলেন, সেই কথা বলতে শুরু করেন সংশ্লিষ্ট মহিলা।
দেখুন সেই ভিডিয়ো, যা নিয়ে চর্চা তুঙ্গে...
Why did she ask Jaishankar to leave?
Was it something else??pic.twitter.com/ozmIKoxeoi
— Balachandran Viswaram, Author (@viswaram) January 21, 2025
মিথ্যে দাবি করা হয় ট্রাম্পের শপথ অনুষ্ঠানে জয়শঙ্করের স্থান পরিবর্তন নিয়ে...
What a shame! Authorities demanding S. Jaishankar to leave the show.pic.twitter.com/Mc6E8Kqaaw
— Kaleidoscope (@kaleidoscopeic) January 21, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)