TikTok Sale In US: টিকটকের মার্কিন শেয়ার কেনার প্রক্রিয়ার এখন অনেকটাই কাছাকাছি ওরাক্যাল, বললেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: Getty Images)

ওয়াশিংটন, ১৬ সেপ্টেম্বর: বাইট ড্যান্সের শর্ট ভিডিও অ্যাপ টিকটকের মার্কিন শেযার কেনার প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে গিয়েছে ওরাক্যল। মঙ্গলবার এই খবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। রয়টার্সের রিপোর্ট অনুসারে এই শর্ট ভিডিও অ্যাপের সিংহভাগ মালিকানা নিজেদের হাতেই রাখতে চাইছে বাইট ড্যান্স। ট্রাম্প বলেছেন, মার্কিন মুলুকে ব্যানের ঘেরাটোপ থেকে বাঁচতে সিলিকন ভ্যালির টেক জায়ান্ট ওরাক্যালকে টিকটকের শেয়ার বেচতে অনেকটাই এগিয়েছে বাইট ড্যান্স। টিকটক ব্যবহারকারীদের তথ্যাদি চিনের কম্যুনিস্ট সরকারে কাছে পৌঁছে যেতে পারে। এই আশঙ্কায় মার্কিন মুলুকে টিকটকের গতিবিধি নিষিদ্ধ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সংস্থাকে শেয়ার বিক্রি করা না হলে আমেরিকায় টিকটক ব্যান হবে। এই মর্মে চিনা সংস্থা বাইট ড্যান্সকে হুমকিও দেন ডোনাল্ড ট্রাম্প। আরও পড়ুন-Earthquake: ভয়াবহ স্মৃতি ফিরিয়ে কাকভোরে কাঁপল নেপাল, কম্পনের মাত্রা ৫.৪

সূত্র বলছে, বেজিংয়ে সংস্থা বাইট ড্যান্সের প্রস্তাব ছিল নিজের হাতেই টিকটকের সিংহভাগ শেয়ার রাখবে। তবে সংস্থার সদর দপ্তর হবে আমেরিকায়। সংস্থার কোষাধ্যক্ষ স্টিভেন ম্নুচিন সোমবার বলেন, বাইডট ড্যান্স জানিয়েছে, টিকটক মার্কিন মুলুকে ২০ হাজার কর্মসংস্থান করবে। টিকটক মাইক্রোসফটের হাতে শেয়ার বেচতে নারাজ। তাই পত্রপাঠ বাতিল হয়েছে এই মার্কিন টেক জায়ান্ট। ১২ নভেম্বর থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞায় জুড়ছে টিকটক। এই বিপদ কাটাতে হলে ১৫ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সংস্থাকে টিকটকের শেয়ার বেচতে হবে। হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন ইউজারদের যে তথ্য টিকটকের সার্ভারে জমেছে তার সবটাই বাইট ড্যান্সকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। গোটা প্রক্রিয়া সম্পন্ন হলে মার্কিন মুলুকের ফরেন ইনভেস্টমেন্ট কমিটিতে রিপোর্ট করতেও বলা হয়।