CM Mamata Banerjee. (Photo Credits: X)

মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইনের জেরে এক প্রসূতির মৃত্যু নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) দায়িত্বে থাকা স্বাস্থ্য বিভাগের বেহাল দশা নিয়ে আগেও বিরোধীরা প্রশ্ন তুলেছিল। এই গাফিলতির পর কার্যত মুখ পুড়েছে রাজ্য সরকারের। আর সেই কারণেই এবার ওই হাসপাতালের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সুপার সহ মোট ১২ জনকে সাসপেন্ড করেছে রাজ্য। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে সিআইডি তদন্ত চলবে বলে জানিয়েছে সিআইডি।

ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী মেদিনীপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, চিকিৎসকরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এই পরিস্থিতি হত না। বৃহস্পতিবার এই ঘটনায় মৃত প্রসূতির পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।

বিষাক্ত স্যালাইনে মৃত্যু প্রসূতির

প্রসঙ্গত, চলতি মাসে শুরুর দিকে এক প্রসূতির মৃত্যু হয় মেদিনীপুর মেডিকেল কলেজে। জানা যায়, বিষাক্ত স্যালাইনের কারণে মৃত্যু হয়েছে মামনি রুইদাসের। এরপর ওই হাসপাতালের আরও ৫ প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁদের সঙ্কটজনক অবস্থায় গ্রিন করিডরের মাধ্যমে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। তারপরেও বৃহস্পতিবার মৃত্যু হয়েছে আরেক প্রসূতির।