দিল্লি, ২০ নভেম্বর: এবার শিশুদের নিয়ে সতর্ক করল ইউনিসেফ (UNICEF)। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জানান, দিন যত এগোচ্ছে, তত বেশি বিপদের মুখে পড়তে পারে শিশুরা। জলবায়ুর পরিবর্তন থেকে শুরু করে অনলাইন অর্তাৎ ইন্টারনেট নির্ভরতা, শিশুদের আরও বেশি করে বিপদের দিকে ঠেলে দিতে পারে। জলবায়ুর এই পরিবর্তন কন্যা শিশুদের শারীরিক এবং মানসিক অবস্থার উপর অনেক বেশি করে প্রভাব ফেলবে ছেলেদের তুলনায়। এমন আশঙ্কার কথাও উইনিসেফের রিপোর্টে প্রকাশ করা হয়েছে।
ইউনিসেফের রিপোর্টে তিন ধরনের আশঙ্কার কথা জানানো হয়েছে। প্রথমত জনসংখ্যাগত পরিবর্তন শিশুদের শরীরের উপর প্রভাব ফেলবে। এরপর জলবায়ুর পরিবর্তনও শিশুদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জলবায়ুর এই পরিবর্তন শিশুদের শরীরের পাশাপাশি শিক্ষার উপরও প্রভাব ফেলবে। সেই সঙ্গে মানুষের চাকরির উপরও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ২০০০ সালের পরিবর্তে ২০৫০ সালে শিশুরা এখনকার চেয়ে ৮ গুন বেশি তাপপ্রবাহের (Heatwaves) সম্মুখীন হতে হবে বলে ওই রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এসবের পাশাপাশি অনলাইন অর্থাৎ ইন্টারনেটের এই দ্রুততর বিস্তারও শিশু মনের উপর প্রবাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ইউনিসেফের রিপোর্টে।