Rohit Sharma, Shama Mohamed (Photo Credit: ANI/X/Instagram)

দিল্লি, ৩ মার্চ: রোহিত শর্মাকে (Rohit Sharma) 'মোটা, আকর্ষীণহীন' অধিনায়ক বলে কটাক্ষ করে তীব্র সমালোচনার মুখে কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। তীব্র কটাক্ষের মুখে পড়ে কংগ্রেস নেত্রী পালটা মন্তব্য করেন। যেখানে নিজের মন্তব্যের সাফাই দিতে শোনা যায় কংগ্রেস মুখপাত্রকে। শামা মহম্মদ বলেন, তিনি খুব স্বাভাবিকভাবে ওই মন্তব্য করেছেন। ভারতীয় অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ওজন বেশি। যা এর আগের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়করা কখনও ছিলেন না। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি কিংবা বিরাট কোহলি প্রত্যেকে প্রচণ্ড ফিট। সেই হিসেবেই তিনি ওই মন্তব্য করেছেন। এর বাইরে তিনি কিছু বলেননি বলে দাবি করেন শামা।

এসবের পাশাপাশি বিরাট কোহলির প্রশংসা করতে শোনা যায় শামা মহম্মদকে (Shama Mohammed)। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে মহম্মদ শামি যখন ক্যাচ মিস করেন, সেই সময় তাঁকে প্রবলভাবে কটাক্ষ করা হয়। ওই সময় বিরাট গিয়ে শামির পাশে দাঁড়ান। বিরাটের স্পোর্টসম্যানশিপের ভূয়ষী প্রশংসা করতে শোনা যায় কংগ্রেস নেত্রী।

আরও পড়ুন: Congress Leader Shama Mohamed Fat-Shames Rohit Sharma: 'রোহিত শর্মা মোটা, আকর্ষণীয় নন, ভাগ্যের জোর অধিনায়ক হয়েছেন' ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেনকে কটাক্ষ কংগ্রেসের শামা মহম্মদের

শুনুন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ কী বললেন...

 

এদিকে শামা মহম্মদ যা বলেছেন রোহিত শর্মাকে নিয়ে, তা তাঁর নিজের বক্তব্য। শামা মহম্মদের বক্তব্য কখনওই দলের নয়। প্রবল সমালোচনার মুখে পড়ে এমনই দাবি করা হয় কংগ্রেসের তরফে।

এসবের পাশাপাশি শামা  যাতে ট্যুইট মুছে ফেলেন, সে বিষয়ে তাঁকে জানানো হয়েছে বলেও মন্তব্য করা হয় কংগ্রেসের তরফে। ভারতের জাতীয় কংগ্রেস কখনওই শামার বক্তব্যকে সমর্থন করে না বলেও স্পষ্ট জানানো হয় দলের তরফে।

দেখুন শামা মহম্মদের বক্তব্যের প্রেক্ষিতে কী জানাল কংগ্রেস...