Rohit Sharma (Photo Credit: File Photo)

দিল্লি, ৩ মার্চ: রোহিত শর্মাকে (Rohit Sharma) 'মোটা' বলে কটাক্ষ করলেন কংগ্রেসের (Congress) মুখপাত্র শামা মহম্মদ। শুধু তাই নয়, রোহিত শর্মার যে অধিনায়কত্ব, তা একেবারেই 'আকর্ষণীয় নয়'। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে নিয়ে এবার এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ (Shama Mohamed)। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শামা বলেন, রোহিত শর্মার উচিত ওজন কমানো। পাশাপাশি রোহিত শর্মার মত আকর্ষণহীন অধিনায়ক তিনি ভারতীয় ক্রিকেট দলে আর দেখেননি বলে মন্তব্য করেন শামা মহম্মদ। কংগ্রেস নেত্রী শামা মহম্মদের ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে যায়।

এসবের পাশাপাশি শামা মহম্মদকে আরও বলতে শোনা যায়, রোহিত শর্মা ভাগ্যের জোরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন। শচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, কপিল দেব, রবি শাস্ত্রীরা বিশ্বমানের। তাঁদের সঙ্গে রোহিত শর্মার তুলনা চলে না বলেও কটাক্ষ করেন ওই কংগ্রেস নেত্রী। রোহিত শর্মা 'মধ্যমমানের একজন খেলোয়াড়'। যিনি ভাগ্যের জোরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন বলে শামা মন্তব্য করেন।

শামা মহম্মদের ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তার বিরুদ্ধে পালটা মন্তব্য করা হয় বিজেপির তরফে। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, কংগ্রেস এবার ভারতের ক্রিকেট দল নিয়ে কথা বলতে শুরু করেছে। পাশাপাশি ভারতীয় রাজনীতির ময়দানে ভাল ফল করতে না পেরে রাহুল গান্ধী কি এবার ক্রিকেট খেলবেন বলেও প্রশ্ন করা হয় বিজেপির তরফে।

দেখুন বিজেপির পালটা কটাক্ষ কংগ্রেসকে...