Man Arrested For Attempting Murder (Photo Credit: X/Screengrab)

হায়দরাবাদ, ৩ মার্চ: তাঁর এবং প্রেমিকার মাঝে কেউ এলে, তাঁকে ছাড়বেন না। যা বলতে বলতে বান্ধবীর মায়ের গলা চেপে ধরলেন এক যুবক। বান্ধবীর মা কেন মেয়েকে তাঁর কাছে ঘেঁষতে দেবেন না, এই প্রশ্ন করে মাঝ বয়সী মহিলার (Woman) গলা চেপে ধরেন এক যুবক (Youth)। বান্ধবীর মায়ের গলা চেপে ধরে তাঁকে পেটাতে শুরু করেন তিনি। গলা চেপে ধরে, ওই মহিলার চুলের মুঠি ধরে তাঁকে পেটাতে শুরু করেন যুবক। যা দেখে তড়িঘড়ি মায়ের কাছে ছুটে যান তরুণী। প্রেমিককে ধরে সেখান থেকে তুলতে যান তিনি। কোনওক্রমে মায়ের গলা থেকে প্রেমিকের হাত সরিয়ে তাঁকে রক্ষা করতে চান ওই তরুণী।

তেলাঙ্গানার (Telangana) ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে ওই যুবকের কীর্তি দেখে, জোর সমালোচনা শুরু হয়ে যায়। যার আঁচ পেতেই পুলিশ রাজ কুমার নামে ওই যুবককে গ্রেফতার করে।

দেখুন সেই ভিডিয়ো যেখানে প্রেমিকার মায়ের গলা চেপে ধরেন যুবক...

 

জানা যায়, রাজ কুমার এবং সুস্মিতার প্রেমে আপত্তি জানান তরুণীর মা। সুস্মিতার বাবা ঘরে পঙ্গু অবস্থায় পড়ে রয়েছেন। তাই রাজ কুমারকে এই মুহূর্তে যাতে সুস্মিতা বিয়ে না করেন, সে বিষয়ে মা অনুরোধ জানান।

বান্ধবীর মায়ের এহেন আর্তি শুনে চোটে যান ওই যুবক। এরপর তিনি বান্ধবীর বাড়িতে হাজির হয়ে তাঁর মাকে মাটিতে ফেলে গলা চেপে ধরেন।