Turkey today (Photo Credits: Twitter)

সাম্প্রতিককালে সবচেয়ে বড় ভূমিকম্পের সাক্ষী থাকল তুরস্ক, সিরিয়া। ৭ মাত্রার বেশী তিনটি ভূমিকম্পের ঝাঁকুনির ঝড় গেল তুরস্ক ও সিরিয়ার বুক দিয়ে। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে নিহতের সংখ্যা দু হাজার ছাড়িয়েছে। তুরস্কের বেশ কিছু শহর এখন শুধুই বহুতলের ধ্বংসস্তুপ, মৃত্যু মিছিল আর কান্নার হাহাকার। এত ভয়াবহ ভূমিকম্প যে নিমেষে তাসের ঘরের মত ভেঙে পড়ল দশ-বারো তলা বহুতল। তুরস্ক, সিরিয়ার পাশাপাশি লেবানন, সাইপ্রাসের বেশ কিছু জায়গায় কম্পন অনুভূত হয়।

ঠিক কতটা ভয়াবহ এই ভূমিকম্প, তার একটা নমুনা হল, তুরস্কের যেখান থেকে ভূমিকম্পের উতসস্থল সেখান থেকে সাড়ে ৫ হাজার দূরে গ্রিনল্যান্ডও কেঁপে ওঠে। ডেনমার্কের ভূতাত্ত্বিক সংস্থা এই খবর নিশ্চিত করেছে। প্রাথমিক ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহরের ২৬ কিলোমিটার পূর্বে ১৭.৯ কিলোমিটার গভীরে। আরও পড়ুন-ফের কেঁপে উঠল তুরস্ক, এবার এলবিস্তানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

দেখুন ভিডিয়ো

প্রথম দফায় ভূমিকম্পটি আঘাত হানার ১১ মিনিট পর আরও একটি ভূমিকম্প আঘাত হানে তুরস্কের কেন্দ্রীয় অঞ্চলের একটি এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। ইউএসজিএস জানায়, দ্বিতীয় দফায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এরপর তৃতীয় দফায় ভূমিকম্পটি হয় দক্ষিণ তুরস্কের এলবিস্তান জেলার কাহরামানমারাস প্রদেশে। তৃতীয় বড় কম্পনটির ছিল রিখটার স্কেলে ৭.৬ মাত্রার।