তুরস্ক ও সিরিয়ায় ৫৫ হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয় ভয়াবহ ভূমিকম্পের জেরে। কম্পেনর জেরে তুরস্কের যে এলাকাগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাদের মধ্যে সানলিউরফা এবং আদিয়ামান প্রদেশও ছিল। এবার দক্ষিণ-পূর্ব তুরস্কের সেই সানলিউরফা এবং আদিয়ামানে আচমকা বন্যা দেখা দেয় বুধবার। দক্ষিণ-পূর্ব তুরস্কে আচমকা বন্যার জেরে রাস্তাঘাট, বাড়িঘর ভেসে যেতে শুরু করেছে। ভূমিকম্পে চরম ক্ষতিগ্রস্থ মানুষ যখন মাথা গোঁজার জন্য আশ্রয় খুঁজছেন, সেই সময় তাঁদের শেষ সম্বলটুকুও কেড়ে নিতে শুরু করেছে এই ভয়াবহ বন্যা। যা দেখে শিউরে উঠতে শুরু করেছে গোটা বিশ্ব।
Rescue work in Turkey after flash flood.#Turkey #sanliurfasel #floods #Sanliurfa #Turkey #earthquake #sanliurfasel #Tsunami #Deprem #Turkiye pic.twitter.com/Wg8vhNqjzO
— Anil Kumar Verma (@AnilKumarVerma_) March 16, 2023
৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের প্রভাব থেকে উত্তরণের জন্য এই অঞ্চল এখনো সংগ্রাম করছে। তাঁর মধ্যে এই বন্যায় ফের বিপদে তারা। সানলিউরফা প্রদেশের গভর্নর সালিহ আয়হানের (Salih Ayhan) জানায়, সানলিউরফা প্রদেশে কমপক্ষে চারজন নিহত হয়েছেন এবং দুই দমকলকর্মী নিখোঁজ রয়েছেন।
Turkey is facing yet another tragedy with floods across the quake-hit region killing 10 people. The culprit is the same: NOT the nature, but years of corrupt engineering practices, insufficient rules &their lax enforcement and no accountability. Outrageouspic.twitter.com/CHL79YsK5z
— Hümeyra Pamuk (@humeyra_pamuk) March 15, 2023
আদিয়ামান প্রদেশে একটি কন্টেইনার, যা চারজনের পরিবারের অস্থায়ী আবাসস্থল হিসেবে কাজ করত, বন্যায় ভেসে গেছে। চলছে উদ্ধারকাজ।
Floods sweep through two cities in Turkey hit by earthquakeshttps://t.co/972xfooRw2 pic.twitter.com/qKCE8GUGB5
— BBC News (World) (@BBCWorld) March 15, 2023