সঙ্গীত জগতের নক্ষত্র পতন। প্রয়াত কিংবদন্তি সরদবাদক ওস্তাদ আশীষ খাঁ (Aashish Khan)। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ও ওস্তাদ আলী আকবর খাঁর ছেলে আশীষ খাঁর মৃত্যু সংগীত জগতের কাছে বড় ক্ষতি। শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সরোদবাদক হিসেবে বিশ্বজুড়ে তাঁর খ্যাতি রয়েছে। জর্জ হ্যারিসন, এরিক ক্ল্যাপটন এবং রিঙ্গো স্টারের মতো আন্তর্জাতিক সঙ্গীতশিল্পীদের সঙ্গে কাজ করেছেন আশীষ খাঁ।
১৯৩৯ সালের ৫ ডিসেম্বর মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মাইহারে (Maihar) জন্ম আশীষের। ১৯৬৭ সালে তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনকে সঙ্গে নিয়ে ইন্দো-আমেরিকান সংগীত গোষ্ঠী ‘শান্তি’ গঠন করেছিন ওস্তাদ আশীষ খাঁ। ২০০৭ সালে ভারতের প্রথম শাস্ত্রীয় সংগীতজ্ঞ হিসেবে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের ফেলো নির্বাচিত হয়েছিলেন। ৬৫'তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ট্রাডিশনাল ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম’ বিভাগে ‘গোল্ডেন স্ট্রিং অব দ্য সরোদ’-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি।
প্রয়াত কিংবদন্তি সরদশিল্পী ওস্তাদ আশীষ খাঁ...
Very Saddened to lose the Khalifa of our Gharana Ustad Aashish khan Sahib. RIP 🙏🏼🙏🏼🙏🏼 pic.twitter.com/XF3piGY3rc
— Purbayan Chatterjee (@stringstruck) November 15, 2024
দীর্ঘ দিন ধরেই তিনি মার্কিন মুলুকে বসবাস করছেন। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব আর্ট এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়য়ে ভারতীয় শাস্ত্রীয় সংগীত নিয়ে অধ্যাপনা করেছেন আশীষ।