নয়াদিল্লিঃ ত্রিদেশীয় সফরের প্রথম পর্বে শনিবার মাঝরাতে নাইজেরিয়ায়(Nigeria) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। গত ১৭ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফরে গেলেন তিনি। এদিন নাইজেরিয়ার রাজধানী আবুজায়(Abuja) পৌঁছয় মোদীর বিমান(Flight)। বিমানবন্দরেই(Airport) উষ্ণ অভ্যর্থনা পান মোদী। তাঁকে সম্মান জানিয়ে আবুজার 'শহরের চাবি' উপহার দেন নাইজেরিয়ার ফেডারেল ক্যাপিটাল টেরিটরি মন্ত্রী নাইসম এজেনও উইক। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে আফ্রিকার এই দেশে পৌঁছেছেন মোদী। রবিবার, আবুজার প্রেসিডেন্ট হাউসে বোলা আহমেদ টিনুবুর সঙ্গে দেখা করলেন মোদী। দুই রাষ্ট্রনেতার সাক্ষাতের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মোদীকে নাইজেরিয়ায় স্বাগত জানিয়ে আগেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন প্রেসিডেন্ট টিনুবু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "আমাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা উভয় দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও বৃদ্ধি করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করব আমরা। নাইজেরিয়ায় স্বাগত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।" এর জবাবে সোশ্যাল মিডিয়ায় মোদী লেখেন, "ধন্যবাদ প্রেসিডেন্ট টিনুবু। কিছুক্ষণ আগেই নাইজেরিয়ায় অবতরণ করেছি। আপনার দেশে পৌঁছে এই উষ্ণ অভ্যর্থনার পেয়ে আমি কৃতজ্ঞ। এই সফর আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বন্ধুত্বকে আরও গভীর করুক।"প্রসঙ্গত, ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্বে মোদীর গন্তব্য রিও ডি জেনেরিও। সফরের শেষ পর্যায়ে গায়ানা সফর করবেন মোদী।
ত্রিদেশীয় সফরে মোদী, রবি দুপুরে আবুজার প্রেসিডেন্ট হাউসে পৌঁছলেন প্রধানমন্ত্রী
#WATCH | Nigerian President Bola Ahmed Tinubu receives Prime Minister Narendra Modi at President House in Abuja.
(Video: DD News) pic.twitter.com/jbplf9j68I
— ANI (@ANI) November 17, 2024