N Biren Singh (Photo Credit: Twitter)

ইম্ফল, ১৭ নভেম্বর: অগ্নিগর্ভ মণিপুরে (Manipur) বিজেপির এন বীরেন সিং (N Biren Singh)য়ের সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল ন্যাশানল পিপলস পার্টি। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হওয়ার পর বীরেন সিং-য়ের সরকারের ওপর থেকে কোনরাড সাংমার দল এনপিপি (National People's Party) তাদের সমর্থন তুলে নিল। পিএন সাংমার দলের (NPP) মণিপুরে মোট সাতজন বিধায়ক আছে। মেতেই মানুষদের মধ্যে বীরন সিংয়ের সরকারের বিরুদ্ধে ক্ষোভ চরমে ওঠায় এনডিএর দল এনপিপি মণিপুরে বিজেপি সরকারের ওপর থেকে হাত তুলে নিল। মণিপুরে বিজেপি সরকারের ওপর যাতে মেঘালয়ে তাদের ওপর না পড়ে সেই বিষয়ে সতর্ক হয়ে এই পদক্ষেপ নিলেন কোনরাড সাংমা।

বীরেন সিংয়ের সরকার রাজ্যের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তারা এই মুহূর্তে সমর্থন প্রত্যাহার করে নিলেন বলে জানিয়েছেন এনপিপি প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কোনরাড সাংমা। মেঘালয়ে বিজেপির সমর্থনে চলছে এনপিপি-র কোনরাড সাংমার সরকার। মেঘালয়ে দু বিধায়কের বিজেপি যদি সাংমা সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে, তাহলে সেখানে এনপিপি-র সরকার পড়ে যেতে পারে।

মণিপুরে বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার এনপিপি-র

যদিও সংখ্যার ভিত্তিতে এরপরেও মণিপুরে বিজেপির সরকার পতনের সম্ভাবনা নেই। কারণ ৬০ আসনের মণীপুর বিধানসভায় বিজেপির ৩২জন বিধায়ক আছে। তবে জোর জল্পনা, বিজেপির ৩ বিধায়ক দল ছাড়তে পারেন। কিন্তু এখন যেদিকে মণিপুরের পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হয়েছে, তাতে এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে বীরেন সিংয়ের ইস্তফার সম্ভাবনা বাড়ছে। ২০২২ মণিপুর বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্য়ে বিজেপি ৩২, এনপিপি ৭টি, কংগ্রেস ৫টি, জেডি (ইউ) ৬টি, নাগা পিপলস ফ্রন্ট ৫টি, কুকি পিপলস ফ্রন্ট ২টি ও নির্দলরা ৩টি আসনে জিতেছিল। একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়া বিজেপি সরকারকে সমর্থন জানায় মেঘালয়ে তাদের শরীক দল এনপিপি।

চলতি বছর লোকসভায় মণিপুরের দুটি আসনেই বিজেপিকে পরাস্ত করে কংগ্রেস জেতার পর রাজ্যের রাজনীতিতে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছে পদ্মশিবির। তার ওপর বিজেপির ডবল ইঞ্জিন সরকার মণীপুরের হিংসা থামাতে ব্যর্থ হওয়ায় স্থানীয় মানুষের ক্ষোভ বাড়ছে।