বসেছিল বিয়েবাড়ির আসর, বেলা গড়িয়ে সন্ধ্যা নামতেই আসছিলেন অতিথিরা। কিন্তু এর মধ্যেই ঘটে গেল বিপত্তি। আচমকাই মণ্ডপ চত্বরে দেখা গেল আগুনে ফুলকি ও ধোঁয়া। আতঙ্কে সকলেই মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসেন। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার (Howrah) ফরশোর রোডের একটি বিয়ে বাড়িতে। জানা যাচ্ছে, প্রথমে আগুন দেখতে পান বিয়েবাড়িতে আসা এক কর্মী। সেই বাকিদের জানাতে সকলে আতঙ্কে বেরিয়ে আসেন। আগুন লাগার ঘটনা সামনে আসতেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। পাশাপাশি স্থানীয় প্রশাসনও ঘটনাস্থলে গিয়েছে বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে বালতি, গামলায় করে জল নিয়ে এসে নেভানোর কাজে হাত লাগান। কিন্তু পাশে গঙ্গা নদী থাকায় হাওয়ার কারণে আগুন দ্রুত গতিতে পুরো জায়গায় ছড়িয়ে যায়। যার ফলে দমকলের আধিকারিকরাও এখনও আগুন নেভাতে পারেননি। যদিও পরিস্থিতি হাতের বাইরে যায়নি বলেই দাবি দমকলের। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই জানা যাচ্ছে।