বিজেপির সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত। দিল্লি থেকে যে টার্গেট বেধে দেওয়া হয়েছে, সেই লক্ষ্যে অবিচল রাজ্য বিজেপি নেতৃত্ব। সুকান্ত (Sukanta Majumder) থেকে শুভেন্দু (Suvendu Adhikari), রাজ্যের শীর্ষ নেতৃত্বও যেখানে যাচ্ছেন সদস্য সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ছেন। বাদ নেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। শনিবার রাতে একটি বিয়েবাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে নববধূকে যোগ দেওয়ালেন বিজেপিতে। এমনকী তাঁর দেখাদেখি কনের পরিবারের একাধিক সদস্যরাও যোগ দিলেন গেরুয়া শিবিরে। শুধু পাত্রপক্ষ দেরিতে আসার কারণে খানিকটা আফসোস করলেন শমীকের সহকারীরা।

জানা যাচ্ছে, শনিবার রাতে শমীক তাঁর পরিবারের খুবই ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষার্থে যান। সঙ্গে ছিলেন কয়েকজন সহকারী। সেখানে কনের হাতে গিফট দেওয়া পর তরুণী বলেন সেও শমীককে রিটার্ন গিফট দিতে চান। তারপরেই সে বলে যে আজই বিজেপির সদস্য হিসেবে যোগ দেবেন। এই কথা শুনে শমীক তাঁকে একটি ফোন নম্বর দিয়ে মিস্ড কল দিতে বলেন।

বলার অপেক্ষা রাখে না যে ওই নম্বর বিজেপির সদস্য হওয়ার অফিসিয়াল নম্বর। ব্যস, মিস্ড কল দিতেই ওই তরুণীও হয়ে গেলেন বিজেপির সদস্যা। এদিকে তাঁকে দেখে অনুষ্ঠানে আসা অনেকেই বিজেপি যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। তখন বাধ্য হয়ে বিয়ে বাড়ির মধ্যে একটি ক্যাম্প বসিয়ে সদস্য সংগ্রহের কাজ শুরু করেন শমীকের অনুগামীরা। প্রায় জনা কুড়ি মানুষ এদিন সদস্য হন। তবে বরপক্ষ অনেক রাতে আসায় সেদিকে কাউকে যোগ দেওয়ানো যায়নি।