মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে (US Presidential Election 2024) ভোটগণনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। গত ৫ নভেম্বর থেকে ভোট গণনা চলছে। সেদিনই পরিষ্কার হয়ে যায় ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ২৭০টির বেশী ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে দিতে গিয়েছে। শেষ অবধি রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ৩১২টি ও ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিস ২২৬টি ইলেকটোরাল ভোট পান। ৭টি স্যুইং স্টেটেই জিতে নেন ট্রাম্প। কিন্তু এরপরেও মেল আসা ভোট ভোট কিছু কাউন্টিতে ভোট গণনা, পুর্নগণনা চলছিল। সে সব একেবারে শেষের পথে। গোটা দেশজুড়ে ভোটের হিসেবে, যাকে বলে পপুলার ভোটে কমলা হ্যারিসের চেয়ে ৩০ লক্ষ ভোট বেশী পেলেন ট্রাম্প। ২০১৬ প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনকে হারালেও পপুলার ভোটে পিছিয়ে পড়েছিলেন ট্রাম্প। ২০২০ নির্বাচনে ইলেকটোরাল ভোট, পপুলার ভোট দুটোতেই জো বাইডেনের হেরেছিলেন ট্রাম্প।
মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে হলে আসল হল ২৭০টি বা তার বেশী ইলেকটোরাল ভোটে জেতা। ট্রাম্প এবার ৫০.৪ শতাংশ ভোট পেলেন, সেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ৪৮.৩ শতাংশ ভোট।
দেখুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল
🇺🇸 TRUMP WINS BIG IN RECORD TURNOUT ELECTION
Trump won the popular vote by nearly 3 million and swept swing states like Georgia and Pennsylvania.
High turnout defied beliefs it favors Democrats, with Republicans using aggressive voter outreach and mail voting to energize… pic.twitter.com/yU04B7mDfB
— Mario Nawfal (@MarioNawfal) November 17, 2024
আগ্রাসী প্রচার, বাইডেন প্রশাসনের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, মার্কিন সরকারের অনুপ্রবেশ নীতি, ইলন মাস্ককে পাশে পেয়ে যাওয়া এবং দু'দুবার আতাতয়ী হামলা সামলে বেঁচে ফেরার মত বিষয়গুলি ট্রাম্পকে এবার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশে সিংহাসনে বসালো।