২৭২ কিলোমিটার দীর্ঘ উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লাইন সংযোগের সমাপ্তি হতে চলেছে শীঘ্রই। সেই উপলক্ষে ১৯ এপ্রিল কাটরা থেকে কাশ্মীরগামী প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল জম্মুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, প্রধানমন্ত্রী মোদী ১৯ এপ্রিল উধমপুরে পৌঁছাবেন। তিনি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু পরিদর্শন করবেন এবং সেটির উদ্বোধন করবেন। এরপর, তিনি কাটরা থেকে বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন। জম্মু স্টেশন সংস্কারের কাজ চলার কারণে প্রাথমিকভাবে এই পরিষেবাটি কাটরা থেকে চালানো হবে।
১৯৯৭ সালে শুরু হওয়া বহু প্রতীক্ষিত রেল প্রকল্পটি কঠিন ভূখণ্ডের কারণে একাধিক প্রতিকুলতার সম্মুখীন হয়েছিল। এর মধ্যে রয়েছে ৩৮টি টানেল, ৯২৭টি সেতু এবং ১,৩১৫ মিটার দীর্ঘ চেনাব সেতু, যা আইফেল টাওয়ারের চেয়েও উঁচু। রেলকর্তাদের মতে এই ট্রেনটি চালু হলে জম্মু এবং শ্রীনগরের মধ্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং এই অঞ্চলের জন্য যোগাযোগ উন্নত করবে।
#WATCH || PM @narendramodi will flag off the Vande Bharat train from Katra on April 19 & will also review the Chenab Bridge. Some people have questioned why the inauguration is happening in Katra.
Let me clear that the train will run from #Jammu to #Srinagar, but since the Jammu… pic.twitter.com/fEGSIJJt8y
— KNS (@KNSKashmir) March 30, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)