দিল্লি, ৩১ মার্চ: ওয়াশিংটনের (Washington) সঙ্গে পরমাণু চুক্তি না করলে, বোমা ফেলা হবে। এবার এমনই হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান (Iran) যদি পরমাণু চুক্তিতে স্বাক্ষর না করে, তাহলে সরাসরি বোমা ফেলা হবে। সেই সঙ্গে ইরানের উপর আরোপ করা হবে দ্বিতীয়বারের ট্যারিফ অর্থাৎ শুল্ক। ট্রাম্পের হুমকি অনুযায়ী, ওয়াশিংটনের সঙ্গে পরমাণু চুক্তি না করলে ইরানের উপর বোমা ফেলা হবে। এমন বোমা ইরানে পড়বে, যা এর আগে তেহরান কখনও দেখেনি। এসবের পাশাপাশি ইরান যদি আমেরিকার শর্ত না মানে, তাহলে চার বছর আগের মতো তাদের উপর দ্বিতীয় ট্যারিফ লাগু করা হবে বলে সুর চড়ান ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন (US) প্রেসিডেন্টের হুমকির পর পালটা মুখ খোলা হয় ইরানের তরফে। ওমানের মাধ্যমে ইরান উত্তর দেয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। আমেরিকার হুমকির পরও যাতে তাদের সঙ্গে চুক্তি না করা হয় এবং আলোচনায় যেতে না হয়, সেই চেষ্টাই তেহরান চালাবে বলে জানানো হয়েছে স্পষ্টভাবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার সঙ্গে ইরান সরাসরিভাবে কোনও আলোচনা করবে না। তবে ইরানের প্রধান ধর্মগুরুর নির্দেশ অনুযায়ী. মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁরা কোনও মাধ্যমকে সামনে রেখে আলোচনা চালাতে পারেন বলে জানান।