মহারাষ্ট্রের মসজিদে বিস্ফোরণ (ছবিঃX)

নয়াদিল্লিঃ ঈদের(Eid Al-Fitr 2025) আগের দিন মহারাষ্ট্রের (Maharashtra) বিড জেলার(Beed District) এক মসজিদে (Beed Mosque)ভয়ঙ্কর বিস্ফোরণ! এবার ইনস্টাগ্রাম পোস্টের সূত্র ধরে ওই এলাকা থেকেই ২ জনকে গ্রেফতার করল পুলিশ। দুই যুবকের বয়স যথাক্রমে - ২২ ও ২৪ বছর। তারা দু'জনই বীডের গেওরাই তালুকের বাসিন্দা। দুই যুবকের বয়স যথাক্রমে - ২২ ও ২৪ বছর। তারা দু'জনই বীডের গেওরাই তালুকের বাসিন্দা। দুই যুবকের বয়স যথাক্রমে - ২২ ও ২৪ বছর। তারা দু'জনই বীডের গেওরাই তালুকের বাসিন্দা। দুই যুবকের বয়স যথাক্রমে - ২২ ও ২৪ বছর। তারা দু'জনই বীডের গেওরাই তালুকের বাসিন্দা। দুই যুবকের বয়স যথাক্রমে - ২২ ও ২৪ বছর। তারা দু'জনই বীডের গেওরাই তালুকের বাসিন্দা। রীতিমতো ছক কষেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশের অনুমান।

মহারাষ্ট্রের মসজিদে বিস্ফোরণ

রবিবার ভোরবেলায় বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। মসজিদের ভিতরে ঘটানো হয় বিস্ফোরণ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় তালাওয়াড়া থানার পুলিশ। তদন্তে নেমে জানা গিয়েছে, জিলেটিন স্টিক দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনায় বিস্ফোরণের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মসজিদে। ধসে গিয়েছে মসজিদের দেওয়ালের একাংশ। স্বাভাবিক ভাবেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে থানার বাইরে কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় সংখ্য়ালঘু সম্প্রদায়ের মানুষজন।

ছক কষে মসজিদে বিস্ফোরণ, ইনস্টাগ্রাম পোস্টের সূত্র ধরে গ্রেফতার ২