Pakistan Taliban (Photo Credit: Twitter)

দিল্লি, ৬ সেপ্টেম্বর: পাকিস্তানের খাইবার পাখতুনওয়ার একাধিক গ্রাম দখল করল পাক তালিবান। চিত্রাল জেলার খাইবার পাখতুনওয়ায় যে গ্রামগুলি রয়েছে, তার একটি বড় অংশ দখল করতে শুরু করেছে পাকিস্তান তালিবান। শুধু তাই নয়, পাকিস্তান তালিবানকে বাধা দিলে, পাক সেনার সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়।  যার জেরে পাকিস্তানি সেনার একাধিক কর্মীর মৃত্যুর খবর মেলে। রিপোর্টে প্রকাশ, বুধবার তেহরিক-ই-তালিবান অর্থাৎ পাক তালিবান চিত্রাল প্রদেশে হামলা করে।  এরপর সেখানকার একাধিক গ্রাম দখল শুরু করে। বুধবার ভোর ৪টে থেকে তেহরিক-ই-তালিবান খাইবার পাখতুনওয়া প্রদেশের একাধিক গ্রামে হামলা চালায়।  যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য।

 

জানা যাচ্ছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত তোরখামে পাক সেনা বাহিনীর সঙ্গে তেহরিক-ই-তালিবানের সংঘর্ষ শুরু হয়। ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি সেনা বাহিনীর সঙ্গে তালিবানের সংঘর্ষ শুরু হলে, সেখান থেকে একাদিক মৃত্যুর খবর আসতে শুরু করে।