বুধবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল সল্টলেকে (Salt Lake)। এক বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যাওয়ার পরেও পেছন থেকে চারচাকা নিয়ে তাঁকে পিষে দিল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ১২ নম্বর ট্যাঙ্কে খালধারের রাস্তায়। মৃত যুবকের নাম আইআজ হোসেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গাড়ির চালক পীষূস আগারওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।
রাগের মাথায় বাইক চালককে পিষে দিল চারচাকার মালিক
জানা যাচ্ছে, কাশিপুরের বাসিন্দা আইআজ পেশায় একজন মোটো ক্যাব চালক। এদিন সল্টলেকের জিডি আইল্যান্ডের কাছে পীষুসের গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় অবশ্য দু'পক্ষের ঝামেলা হয় ও শেষে আইআজ ক্ষমাও চায়। তবে তাতেও রাগ কমেনি চারচাকার মালিকের। বাইকের পিছু নেয় সে। ১২ নম্বর ট্যাঙ্কের কাছে আইআজ বুঝতে পারেন পীষূস তাঁর পিছু নিয়েছে। তখন সে বাইকের গতি বাড়ায়। আর তারপরেই খারাপ রাস্তায় হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় সে। তখন পেছন থেকে গাড়িটি পিষে দিয়ে চলে যায় অভিযুক্ত।
গ্রেফতার অভিযুক্ত
ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি যুবককে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। তারপর আজই তাঁকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়।