
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কাকাকে পিটিয়ে খুন করল ভাইপো। এমনকী সেই খুনে ছেলের সঙ্গে যোগ্য সঙ্গত দেয় তাঁর মা অর্থাৎ মৃতের বৌদি। কার্যত ইট ও হাঁতুড়ি দিয়ে ঠুকে ঠুকে বৃদ্ধকে খুন করে দুজনে। পরবর্তীকালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। চাঞ্চল্যকর ঘটনাটি বুধবার সকালে ঘটেছে বনগাঁর (Bangaon) চাঁদা জামতলা এলাকায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। আজই তাঁদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
জমি নিয়ে বিবাদ দুই পরিবারের
জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছে কাকা হানেফ মণ্ডল ও ভাইপো পিয়ানুর মণ্ডলের। এদিন সকালে নিজের বাড়ির সামনে বেড়া দেওয়ার কাজ করছিলেন ৫৮ বছর বয়সী হানেফ। তখন ফের জমি নিয়ে অশান্তি শুরু করে পিয়ানুর ও তাঁর মা আজিফা হানিফ। সেই সময়ই আচমকা পিয়ানুর কাকার ওপর ইট দিয়ে হামলা করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ভাইপো ও বউদি মিলে ইট ও হাঁতুড়ির এলোপাথারি ঘা দিতে থাকে হানেফের শরীরে।
গ্রেফতার অভিযুক্তরা
তখন, বৃদ্ধের পরিবারের লোকজন এই ঘটনা দেখতে পেলে তাঁরা প্রতিবাদ করে, এবং থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার পিয়া নুর ও তাঁর মা।