স্পাই বেলুন ইস্যুতে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল চিনের বেলুন নির্মাতা সংস্থা জু-ঝৌ রাবার রিসার্চ এন্ড ডিজাইনার ইন্সটিটিউট। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, আমেরিকার আকাশে পাওয়া বেলুন যা ওয়েদার বেলুন বলে দাবি করা হচ্ছে তার সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। তারা কোন সামরিক সংস্থার সঙ্গেও জড়িত নয় ।
ফ্রেবরুয়ারীতে আমেরিকার আকাশে স্পাই বেলুনকে কেন্দ্র করে দু দেশের মধ্যে তরজা তুঙ্গে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ থেকে দাবি করা হয় চিনের তরফ থেকে এই বেলুন নজরদারির জন্য পাঠানো হয়েছে। যদিও সেই দাবিকে নস্যাত করে চিন। পরিবর্তে বেলুনটিকে ওয়েদার বেলুন হিসেবে বর্ণনা করা হয়। এবং বেলুন গুলি করে নামানোর ক্ষেত্রে আর্ন্তজাতিক নিয়ম ভঙ্গ করেছে আমেরিকা এই দাবিও করা হয় চিনের তরফে।
তবে আবহাওয়া সংক্রান্ত বেলুনের বিষয়ে এবার নিজেদের বক্তব্য জানাল চিনের সবথেকে বড় বেলুন তৈরিকারী সংস্থাটি। তাদের দাবি তারা চিনের ৭৫ শতাংশের বেশি বেলুন তৈরি করে। এবং চিনের আবহওয়া দফতরের ব্যবহত বেলুন তারাই তৈরি করেন। তবে আমেরিকাতে যে বেলুন পাওয়া গেছে তার সঙ্গে কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে সংস্থাটি।
Chinese weather balloon maker denies connection to downed spy balloon https://t.co/MzbFZ0gZsx pic.twitter.com/G2LqgYHJTh
— Reuters (@Reuters) February 25, 2023