
নয়াদিল্লিঃ মদের(Alcohol) নেশাই কাড়ল প্রাণ। মদ্যপ অবস্থায় বারান্দা থেকে পড়ে মৃত্যু যুবকের। গত ৪ মার্চ, ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের(Ghaziabad) ইন্দিরাপুরম বৈভব খান্দের একটি আবাসনে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শুভম শর্মা। বয়স ৩০। নয়ডার 'মহিন্দ্রা মোটরস'-এ কর্মরত ছিলেন শুভম। এদিন কাজ সেরে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন শুভম। নেশার জেরে কোন তলায় তাঁর ফ্ল্যাট তা ভুলে গিয়েছিলেন। তাই চারতলার বদলে দোতলায় পৌঁছে যান। একটি বন্ধ ফ্ল্যাটের দরজাও ধাক্কান। কেউ না খোলায় বারান্দাতেই অপেক্ষা করছিলেন। পরে ব্যালকনির রেলিং-এ উঠে বসতে দেখা যায় তাঁকে। আর সেই সময়ই কোনওভাবে ব্যালকনি থেকে পড়ে যান।
বারান্দা থেকে পড়ে মৃত্যু মদ্যপ যুবকের
প্রতিবেশী ও নিরাপত্তারক্ষীরা মিলে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ! চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর চোটের কারণে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মদের নেশাই কাড়ল প্রাণ, মদ্যপ অবস্থায় বারান্দা থেকে পড়ে মৃত্যু যুবকের
Ghaziabad: Drunk Executive Falls From First-Floor Balcony in Indirapuram, Dieshttps://t.co/6RGxO1OmWd#Ghaziabad #Indirapuram
— LatestLY (@latestly) March 4, 2025