
IPL 2025 Rules: আইপিএলের নতুন মরসউমে চালু হতে চলেছে নতুন নিয়ম। যদিও আইপিএল ২০২৫-এর আগে ভারতীয় দলের উপর সম্প্রতি নানা কড়া নিয়ম চালু করে বিসিসিআই। তবে এবার সেটি চালু হতে চলেছে ১০টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির সবকটিতেই। এই নিয়ম চালু হয় বর্ডার গাভাস্কর সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ভারতের লজ্জাজনক হারের পর। অস্ট্রেলিয়ায় গিয়ে ৪-১ ব্যবধানে হেরে আসার পর বিসিসিআই খেলার প্রতি খেলোয়াড়দের আরও বেশী মন দেওয়ার জন্য একগুচ্ছ নিয়ম নিয়ে এসেছিল। যার মধ্যে ব্যক্তিগত ম্যানেজারদের টিম বাসে ট্র্যাভেল নিষিদ্ধ করা এবং সফরে খেলোয়াড়দের পরিবারের উপস্থিতি কমিয়ে দেওয়া হয়েছে। এখন মনে হচ্ছে যে একই নিয়ম আইপিএলের আসন্ন ২০২৫ সংস্করণেও চালু হবে। সম্প্রতি বিসিসিআই এই লিগের জন্য তাদের নিয়মের তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে প্র্যাকটিসে আসার সময় খেলোয়াড়দের টিম বাস ব্যবহার করতে হবে। এছাড়া দলগুলি দুটি ব্যাচে ট্র্যাভেল করতে পারবে কিন্তু টিম বাসেই। Inzamam Calls for IPL Boycott: 'আইপিএলে খেলোয়াড় পাঠানো বন্ধ করুন', ভারতীয় টি২০ লিগকে বয়কট করতে বিশ্বকে আর্জি ইনজামাম উল হকের
ড্রেসিংরুমে ঢুকতে পারবে না পরিবার!
ক্রিকবাজের রিপোর্ট বলছে, নিয়মের মধ্যে রয়েছে খেলোয়াড়দের পরিবারের সদস্যদের ড্রেসিংরুমে ঢুকতে দেওয়া হবে না। সেখানে বিস্তারিত ভাবে বলা হয়েছে যে, টুর্নামেন্টের আগে হোক কি টুর্নামেন্ট চালু থাকুক ড্রেসিংরুমে এরপর থেকে শুধু খেলোয়াড় এবং দলের স্টাফরাই আসতে পারবে। খেলোয়াড়ের পরিবারের সদস্য এবং বন্ধুরা অন্য গাড়িতে ভ্রমণ করতে পারেন। এছাড়া দলের অনুশীলন দেখতে হলে গেস্ট বক্সে বসে দেখতে পারেন।
বাড়তি সাপোর্ট স্টাফ যেমন থ্রো ডাউন স্পেশালিস্ট বা নেট বোলারের জন্য তালিকা বিসিসিআইয়ের কাছে অনুমোদন তালিকা জমা দিতে হবে। অনুমোদন পেলেই তবে ম্যাচ ডের নন-ম্যাচ অ্যাক্রিডিটেশন দেওয়া হবে। এছাড়া ঘোষণা করা হয়েছে যে খেলোয়াড়রা যদি ভেন্যুতে তাদের অ্যাক্রিডিটেশন কার্ড আনতে ভুলে যান তাহলে জরিমানা করা হবে। রিপোর্টে লেখা আছে, হিটিং নেট থাকা সত্ত্বেও, খেলোয়াড়রা এলইডি বোর্ডে আঘাত করতে থাকে। দলগুলোকে সেখানে আঘাত না করার নিয়ম মেনে চলার অনুরোধ করা হয়েছে। শুধু তাই নয় খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা এলইডি বোর্ডের সামনে বসতে পারবেন না। স্পনসরশিপ টিম মাঠ জুড়ে এমন কিছু জায়গা চিহ্নিত করবে যেখানে তোয়ালে এবং জলের বোতল নিয়ে বাকি খেলোয়াড় বসতে পারে।