বিশ্বের আরও একটি দেশে ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপ্রধান। এবার বিশ্ব পর্যটনের রাজধানী সিঙ্গাপুরে। নির্বাচনে জিতে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত থারমান শানমুগারাতনাম (Tharman Shanmugaratnam)। সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের জায়গায় সিংহাসনে বসবেন থারমান। সিঙ্গাপুরে অবশ্য রাষ্ট্রপতি পদের গুরুত্ব অনেকটা ভারতের মতই। সিঙ্গাপুরে প্রেসিডেন্ট পদ অনেকটা আলঙ্করিক। সেখান সরকার-প্রশাসন পরিচালিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। পিএপির নেতা লি সিয়েন লুং এখন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।
এক যুগেরও বেশি সময় পরে শুক্রবার সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে ৬৬ বছর বয়সী অর্থনীতিবিদ থারমান শানমুগারাতনাম জয়ী ঘোষণা করা হয়েছে। ৭০ শতাংশের বেশী ভোট পেয়ে তিনি নির্বাচনে কার্যত এক তরফা জয় পেয়েছেন। সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন থারমান।
দেখুন টুইট
One more India-origin elected as a president of a country !!
Singapore has elected Mr Tharman Shanmugaratnam as the next President of the Republic of Singapore with 70.4% of the vote. pic.twitter.com/eq8ZHTfC04
— Megh Updates 🚨™ (@MeghUpdates) September 1, 2023
এখন যেসব দেশে ভারতীয় বংশোদ্ভূতরা রাষ্ট্রপ্রধান হিসেবে আছেন, সেই দেশগুলি হল-
ব্রিটেন (প্রধানমন্ত্রী), মরিসাস (প্রধানমন্ত্রী), পর্তুগাল (প্রধানমন্ত্রী), আয়ারল্যান্ড (প্রধানমন্ত্রী), মরিসাস (প্রেসিডেন্ট), গায়ানা (প্রেসিডেন্ট), ত্রিনিদাদ-টোবাগো (প্রেসিডেন্ট), সুরিনাম (প্রেসিডেন্ট), সিয়াচেলেস (প্রেসিডেন্ট), সিঙ্গাপুর (প্রেসিডেন্ট)।