নয়াদিল্লিঃ আফগানিস্তানে (Afghanistan)হামলা চালাল পাকিস্তান(Pakistan)। মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে বিমান হামলা চালায় পাকিস্তান। এই হামলায় নারী, শিশু সহএকটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, পাকিস্তানের যুদ্ধবিমান এই বোমা হামলার জন্য দায়ী। বিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর।
আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, নিহত ১৫
15 Killed In Pakistani Airstrikes In Afghanistanhttps://t.co/Nsj9BsE0Ya pic.twitter.com/uGL12KE9EL
— NDTV WORLD (@NDTVWORLD) December 25, 2024