Pakistan Flood (Photo Credit: Twitter)

ইসলামাবাদ, ৩১ অগাস্ট: যত দিন গড়াচ্ছে, তত জটিল হচ্ছে পাকিস্তানের (Pakistan)  বন্যা (Flood) পরিস্থিতি। পাকিস্তানের বন্যায় এখনও পর্যন্ত ১১৬২ জনের মৃত্যু হয়েছে। একের পর এক মানুষের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ বহু মানুষ। বন্যায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৩৮৪ জন শিশু এবং ২৩১ জন মহিলা বলে পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলের তরফে জানানো হয়েছে।

এই মুহূর্তে পাকিস্তানে গৃহহীন কয়েক হাজার মানুষ। সিন্ধ প্রদেশের ভামব্রো নামে একটি গ্রামে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। ভামব্রো গ্রামের অবস্থা সবচেয়ে খারাপ, ফলে সেখান থেকে প্রায় সব মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভামব্রো গ্রামের একের পর এক বাড়িঘরও ভেঙে পড়তে শুরু করেছে। বন্যা কবলিত এলাকায় বাড়তে শুরু করেছে কলেরা, ম্যালেরিয়া-সহ একাধিক ত্বকের রোগ।

 

বন্যা কবলিত এলাকায় য়ে চিকিৎসকরা কাজ শুরু করেছেন, তাঁরা কার্যত আতঙ্কিত। বন্যার জলে যে হারে ত্বকের রোগ বাড়ছে, তাতে আর কয়েকদিনের মধ্যে তা ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা। বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ বিপর্যয় চলছেই। ফলে বিনা আলোয় চালাতে হচ্ছে চিকিৎসা। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওই সব এলাকায় চিকিৎসা চালানো হচ্ছে বলে চিকিৎসকরা জানান।

আরও পড়ুন: Sidhu Moose Wala: পাঞ্জাবি গায়ক মুসেওলার খুনের পর গুজরাটের সৈকতে 'আনন্দে' মেতে ওঠে খুনিরা

ভামব্রো এলাকার এক মহিলা জানান, তাঁর মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সেই সঙ্গে তাঁর পায়েও যন্ত্রণা হচ্ছে। অথচ তাঁর কাছে যেমন কোনও ওষুধ নেই, তেমনি কোনও চিকিৎসার ক্লিনিকও নেই। ফলে বন্যার পর থেকে তাঁর জীবনযাপন কার্যত  দুর্বিসহ হয়ে উঠতে শুরু করেছে বলে ওই মহিলা জানান।