Kenya Drought (Photo Credit: Twitter)

নাইরোবি, ৫ নভেম্বর: ভয়াবহ খরার কবলে কেনিয়া। গত ৪০ বছরে পূর্ব আফ্রিকার এই দেশ এত ভয়াবহ খরা দেখেনি। তীব্র খরার জেরে কেনিয়ায় কয়েক হাজার পশুর মৃত্যু হয়। কেনিয়ায় তীব্র খরার জেরে ইতিমধ্যে বিভিন্ন ধরনের ১ হাজারের বেশি পশুর মত্যু হয়। যার মধ্যে রয়েছে ২০৫টি হাতি, ৩৮১টি জেব্রা, ৫১টি মহিষ, হরিণ-সহ আরও বিভিন্ন পশুর। কেনিয়া জুড়ে তীব্র খরার দাপট দেখা দিলে, সেখান জলের অভাব শুরু হয়। জলের অভাবেই একের পর এক হাতি, জেব্রা-সহ বিভিন্ন পশুর মৃত্যু হয় বলে খবর। কেনিয়ার পর্যটন বিভাগের তরফে খরার দাপটে একের পর এক পশু মৃত্য়ুর খবর প্রকাশ করা হয়।

 

চলতি বছরের শুরু থেকেই কেনিয়ায় তীব্র খরা শুরু হয়। তার মধ্যে ফেব্রুয়ারি মাস থেকে সবচেয়ে বেশি দাপট দেখা যায় খরার। খরার জেরে কেনিয়ার একাধিক জায়গায় জলের অভাব চোখে পড়তেই তা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ফলে একের পর এক পশু মৃত্যুর খবর মেলে কেনিয়া জুড়ে।