আলিপুরদুয়ার, ২৫ অক্টোবরঃ জঙ্গল থেকে লোকালয়ে খাবার খুঁজতে এসে মর্মান্তিক মৃত্যু হল এক হাতির (Elephant Death)। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দারাই সর্বপ্রথম দেখতে পান মৃত হাতিটিকে। এরপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
গ্রামবাসীদের দাবি, খাবার খুঁজতে খুঁজতে লোকালয়ে ঢুকে পড়েছিল বুনো হাতিটি। রাতের অন্ধকারে ওই এলাকায় একটি সুপারি বাগানে চলে যায় সে। বাগানের ভিতরে অনেকটা নীচ দিয়ে গিয়েছে বিদ্যুতের তার। সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়েছে বলে অনুমান তাঁদের।
সুপারি বাগানের মধ্যে বিশালাকায় হাতির নিথর দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে খবর দেন বন দফতরে। ঘটনাস্থলে পৌঁছেছে জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা। গোটা ঘটনা খতিয়ে দেখছে তাঁরা। বনকর্মীদেরও অনুমান, বিদ্যুৎস্পষ্ট হয়েই বুনো হাতিটির মৃত্যু হয়েছে। যদিও এই ঘটনা ওই এলাকায় প্রথম নয়। কয়েক মাস আগেও কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকার ওই সুপারি বাগানে বিদ্যুতের তাঁর স্পর্শ হয়ে এক হাতির মৃত্যু হয়েছিল। ফের আরও একবার একই ঘটনার পুরনাবৃত্তি।