Water on Moon

বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদের মাটিতে সফলভাবে উৎক্ষেন সম্পূর্ণ করল জাপান। যদিও সেই আশার মধ্যে দেখা দিয়েছে কিছুটা উদ্বেগ। সোলার প্যানেল সম্পূর্ণভাবে না সরার কারণে মিশন সম্পূর্ণ না হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা যাচ্ছে।

যদিও এজেন্সীর তরফে জানানো হয়েছে যে বর্তমানে ল্যান্ডারটি কাজ করছে এবং আশানরুপ সিগন্যাল পাওয়া যাচ্ছে।

বর্তমানে পর্যাপ্ত পরিমানে ব্যাটারি থাকার কারণে সিগন্যাল পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে। এছাড়া বিজ্ঞানীদের পক্ষ থেকে চাঁদে পাঠানো যান থেকে তথ্যও সংগৃহীত করা হচ্ছে বলে জানা গেছে।

জাপানের এই স্লিম রোবোটিক এক্সপ্লোলার যা সেপ্টেমবরে লঞ্চ করা হয়েছিল তাতে রয়েছে এমন  একটি প্রযুক্তি যাতে করে নির্ধারিত স্থানের ১০০ মিটারের মধ্যে লঞ্চ করতে সক্ষম হবে এই যানটি।

ল্যান্ডারটি ২ টি রোভার চাঁদে নামাতে সক্ষম হয়েছে, যার মধ্যে একটি হল এলইভি ১ এবং এলইভি ২। দুটি রোভারেই লাগানো রয়েছে ক্যামেরা।

জাপানের মহাকাশ এজেন্সী জাক্সা টিমের পক্ষ থেকে চাঁদ থেকে তথ্য নেওার ক্ষেত্রে কাজ শুরু করা হয়েছে বলে জানা গেছে।