জাপানের চন্দ্রযান বা মুন ল্যান্ডার চাঁদের বুকে অপ্রত্যাশিতভাবে রক্ষা পেয়ে গেল। চাঁদের মাটিতে এক অলৌকিক ঘটনা ঘটাল জাপানের ল্যান্ডার 'স্লিম'। চাঁদে চলা অসম্ভব ঠান্ডার গভীর রাতে আচমকা ঘুম ভেঙে জেগে উঠল SLIM। গত ১৯ জানুয়ারি মহাকাশযানটি চাঁদের বুকে সফল অবতরণের কয়েক ঘণ্টা পর নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। চাঁদের বুকে আলো চলে যেতেই স্লিম-এর সঙ্গে জাপানের মহাকাশ গবেষাণা কেন্দ্র - JAXA-র যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
তাতে হতাশ হয়ে পড়েছিল জাপান। কারণ চাঁদে এরপর টানা প্রবল শীতের রাত শুরু হওয়ায় স্লিমকে নিয়ে আশা ক্রমশ শেষ হয়ে আসছিল।
দেখুন খবরটি
Japan's space agency said its SLIM moon lander has unexpectedly survived a freezing lunar night and re-established communication with the earth, more than a month after the spacecraft made a historic 'pinpoint' touchdown on the moon https://t.co/kbRcNgiD0C 1/4
— Reuters (@Reuters) February 26, 2024
কিন্তু এদিন আচমকাই গভীর ঘুম থেকে উঠে JAXA-র সঙ্গে যোগাযোগ স্থাপন করে SLIM। সে দেশের মুন মিশন স্নাইপারের সঙ্গে এমন একটি ঘটনা ঘটতে পারে, তা আগে এখনও ভেবেই দেখেননি বিজ্ঞানীরা। এদিন ঘুম থেকে জেগে ওঠার পর, স্লিম নিজের উচ্চ প্রযুক্তির ক্যামেরা দিয়ে চাঁদের মাটির পরীক্ষা ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করতে থাকে। এই ল্যান্ডারটিকে কিন্তু চন্দ্র রাত বা লুনার নাইটের জন্য প্রস্তুত করা হয়নি। জাপানের মহাকাশ বিজ্ঞানীরা চেয়েছিলেন স্লিম দিনের আলোতেই যা পরীক্ষা করার করুক। কিন্তু চাঁদে গিয়ে নিজের 'খেল' দেখাচ্ছে স্লিম।