লেবাননের (Lebanon) উপর যদি হামলা বন্ধ না হয়, তাহলে তার ফল ভুগতে হবে ইজরায়েলকে (Israel)। লেবাননের বিরুদ্ধে হামলা বন্ধ না হলে, ইজরায়েলে পালটা হামলা চালানো হবে। এবার বেঞ্জামিন নেতানিয়াহুকে এভাবেই হুমকি দিল হেজবুল্লা প্রধান সৈয়দ হাসান নাসরুল্লা। ইরান সমর্থিত হেজবুল্লা জঙ্গি প্রধানের তরফে স্পষ্ট জানানো হয়, লেবাননে হামলা চালানো হলে, তার ফল ভুগতে হবে ইজরায়েলকে। হেজবুল্লা কমান্ডার কাসিম সোলেইমানির মৃত্যুর ৪ বছর পূর্তির অনুষ্ঠানে হাজির হয়ে ইজরায়য়েলকে এভাবেই হুমকি দেওয়া হয় হেজবুল্লা প্রধানের তরফে। প্রসঙ্গত, মার্কিন ড্রোনের হামলায় নিহত হয় কাসিম সোলেইমানি। তার মৃৃত্যুবার্ষিকীতে হাজির হয়েই ইজরায়েলের বিরুদ্ধে সুর চড়ায় হেজবুল্লা প্রধান।
আরও পড়ুন: Israel-Hamas War: বহু বছর খোঁজের পর হামাসের শীর্ষ নেতাকে হত্যা ইজরায়েলের, রিপোর্ট
এদিকে লেবাননে থাকা হামাসের অন্যতম শীর্ষ নেতা সালেহ-আল-আরৌরিকে হত্যা করে ইজরায়েল। বেইরুটে আইডিএফের বিমান হামলার জেরে নিহত হয় সালেহ-আল-আরৌরি। লেবাননে গিয়ে আশ্রয় নেওয়া হামাস নেতার নিহত হওয়ার খবরে চাঞ্চল্য ছড়ায়।