Representative Image (Photo Credit: File)

নয়াদিল্লিঃ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে(Russia-Ukraine War) সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছিলেন। বারবার দেশে ফেরার কাতর আর্জিও জানান। কিন্তু আর ফেরা হল না। রাশিয়ার(Russia) হয়ে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু ভারতীয় যুবকের। যুদ্ধক্ষেত্রে আহত হয়েছেন তাঁর এক আত্মীয়। বর্তমানে মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিনিল টিবি। কেরলের ত্রিশূর এলাকার বাসিন্দা। পেশায় ইলেকট্রিশিয়ান। এক আত্মীয়ের সঙ্গে কাজের খোঁজে রাশিয়ায় যান বিনিল। তাঁকে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিংয়ের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এক এজেন্ট। এরপর রাশিয়ায় পৌঁছনোর পর তাঁদের পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেওয়া হয় এবং জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু ভারতীয় যুবকের

ভারতীয় যুবকের মৃত্যুর খবর মিলতেই দ্রুত পদক্ষেপ করেছে বিদেশ মন্ত্রক। মস্কোয় ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। নিহত যুবকের দেহ দ্রুত ভারতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে বাকি ভারতীয়দের রাশিয়ান সেনা থেকে মুক্তি দিয়ে দেশে ফেরানোর বার্তা পাঠানো হয়েছে ভারত সরকারের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “মস্কোয় রাশিয়ান প্রশাসন এবং নয়া দিল্লিতে রাশিয়ার দূতাবাসে বিষয়টি জানানো হয়েছে। যে ক’জন ভারতীয় বর্তমানে রাশিয়ান সেনায় রয়েছেন, তাদের দ্রুত ফেরত পাঠানোর দাবি জানিয়েছি আমরা।”

রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত ভারতীয় যুবক, কড়া অবস্থান ভারত সরকারের