মহাকুম্ভের (Maha Kumbh 2025) তৃতীয় দিনে পূণ্যার্থীরা ত্রিবেণী সঙ্গমে (Triveni Sangam) ডুব দিচ্ছেন। সারছেন পূণ্যস্নান। ত্রিবেণী সঙ্গমে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মেলবন্ধন। ৩ নদীর সঙ্গমস্থলেই মকর সংক্রান্তির তৃতীয় দিনে পূণ্যস্নান করছেন লক্ষ লক্ষ মানুষ। গঙ্গা, যমুনার সঙ্গে রহস্যময়ী সরস্বতী নদীও এসে মিলেছে ত্রিবেণী সঙ্গমে। ফলে ত্রিবেণী সঙ্গম এক পূণ্যস্থান হয়ে উঠেছে পূণ্যর্থীদের জন্য। সেই ত্রিবেণী সঙ্গমেই কুম্ভ মেলায় উপচে পড়ছে ভিড়। পূণ্যের আশায় বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে ডুব দিচ্ছেন।
মহকুম্ভে হাজির পূণ্যার্থীদের ডুব ত্রিবেণী সঙ্গমে...
#WATCH | Prayagraj | Devotees take holy dip at Triveni Sangam - a sacred confluence of rivers Ganga, Yamuna and 'mystical' Saraswati on the third day of the 45-day-long #MahaKumbh2025 pic.twitter.com/MZN8LdePPe
— ANI (@ANI) January 15, 2025