Maha Kumbh (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৫ জানুয়ারি: মহাকুম্ভ (Maha Kumbh 2025) 'ঐক্য বা একতার মহাযজ্ঞ'। ১৩ জানুয়ারি মহাকুম্ভ শুরুর প্রাক মুহূর্তে এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মহাকুম্ভের মাধ্যমে আর্থিক গতি আরও সুগম হবে বলে মনে করে প্রধানমন্ত্রী। কুম্ভ যে শুধুমাত্র সামাজিক ব্যবস্থাকে দৃঢ় করে, তা নয়। মহাকুম্ভ দেশের আর্থিক গতিকে আরও সাবলীল করে তোলে। এমন কথাও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। ৪৫ দি ন ধরে চলবে এই মেগা মেলা। যার বিশ্বের সবচেয়ে বড় মেলা হিসেবে পরিচিত। আগামী ২৬ ফেবরুয়ারি শেষ হবে প্রয়াগরাজের এই মহাকুম্ভ মেলা। ৪৫ দিন জুড়ে যে মেলার আয়োজন করা হয়েছে, সেখানে ৪০০ মিলিয়ন মানুষ হাজির হবেন বলে মনে করা হচ্ছে। ১২ বছরে একবার করে এই মহাকুম্ভ আসে। যার জেরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ হাজির হন, তেমনি  বিদেশ থেকেও বহু মানুষ এই মেলায় হাজির হন।

মকর সংক্রান্তিতে (Makar Sankranti)  ১ কোটির বেশি মানুষ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করেন। এরপর শাহি স্নানও রয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষে যে  মহাকুম্ভ মেলা শেষ হবে, তার জন্য ৭,৫০০ কোটি টাকা খরচ করেছে উত্তরপ্রদেশ সরকার। ৭,৫০০ কোটি টাকা খরচ হলেও, এই মেলা থেকে ২ লক্ষ কোটি টাকা যোগী সরকারের রোজগার হবে বলে মনে করছে বিভিন্ন মহল।

মহাকুম্ভ মেলা উপলক্ষ্যে কোন কোন খাত থেকে কত টাকা রোজগার হতে পারে, সেই পরিসংখ্যানও প্রকাশ পয়েছে। দেখুন সেখানে কী বলা হয়েছে...

 

মহাকুম্ভ মেলার জেরে উত্তরপ্রদেশের আর্থিক গতি আরও দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।